যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়ালো
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ২১৮ জনের প্রাণহানি হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়ালো। এছাড়াও এই দিন দেশটিতে নতুন করে আরো ২৩ হাজার ৪৮৮ জন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে।
রোববার সকাল ৮ টা পর্যন্ত জনস হপকিন্স ইউনিভার্সিটি ও ওয়াল্ডওমিটার ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা যায়। দেশটিতে মোট করোনায় আক্রান্ত ১৫ লাখ ৭ হাজার ৭৭৩ জনে দাঁড়ালো, মৃত্যু ৯০ হাজার ১১৩। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ২৩২ জন।
যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে নিউ ইয়র্ক সিটিতে। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৯৯ জন ও মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩৪ জনের।
এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও প্রাণহানি ঘটেছে নিউ জার্সি অঙ্গরাজ্যে। সেখানে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৮৯ জন ও মৃত্যু হয়েছে ১০ হাজার ২৬০ জন। প্রতিদিনই দেশটিতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।