সব ঠাণ্ডা কাশিই করোনা নয়
ডা: রাজীব কুমার সাহা
করোনা আতংকে আজ আমরা আতঙ্কিত। একথা সত্য যে করোনাভাইরাস আজ আমাদের দেশের প্রায় সব জায়গায় পৌঁছে গেছে। বাংলাদেশের ৬৩ জেলায় আজ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোগীর সংখ্যাও দিনে দিনে বাড়ছে। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে, শরীর খারাপ লাগলেই তা করোনাভাইরাস জনিত রোগ নয়।
করোনা রোগীদের প্রধান লক্ষণ ঠাণ্ডা, কাশি, জ্বর, শরীর ব্যথা, খাওয়ার অরুচি। এই প্রতিটি সমস্যাই এতটাই পরিচিত যে এই সমস্যাকে অনেক সময় আমরা আগে গুরুত্বই দিতাম না।
করোনা রোগ দেখা দেয়ার পর এই লক্ষণগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। অবশ্যই দেখার পেছনে অনেক যুক্তি আছে। তাই বলে ঠাণ্ডা কাশি জ্বর হলেই যদি আমরা ধরে নেই যে আমাদের করোনাভাইরাস জনিত রোগ হয়েছে, তা কিন্তু মোটেই ঠিক নয়।
সাধারণ ঠাণ্ডা কাশি আমাদের দেশে প্রতি বছরই হয়ে থাকে। আমরা কিন্তু এর জন্য বেশিরভাগ সময়েই চিকিৎসকের নিকট যাই না। এমনিতেই ভালো হয়ে যায়। এইবার করোনাভাইরাসের সংক্রমণ থাকায় এই ধরনের রোগীদের সংখ্যাও প্রতিবারের থেকে বেশি। তবে আশার কথা হলো এই ধরনের রোগীদের ভেতরে অধিকাংশ রোগীই কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত নয়।
আমরা এই ধরনের লক্ষণ নিয়ে যারা আসছে তাদের পরীক্ষা করে দেখছি। এই লক্ষণগুলো থাকার পরও প্রায় শতকরা ৯০ ভাগ রোগীর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
অর্থাৎ এই লক্ষণ থাকা রোগীদের মাত্র ১০ ভাগ রোগী করোনাভাইরাসে আক্রান্ত। অন্যান্য অনেক কারণে ঠাণ্ডা কাশি-গলা ব্যথা হতে পারে। তারমধ্যে সাধারণ ইনফ্লুয়েঞ্জা অন্যতম।
অপরদিকে অনেকেরই কোল্ড এবং ডাস্ট এনার্জি থাকে। অর্থাৎ সামান্য গরম শীতে এবং ধুলো বালিতে অনেকের ঠাণ্ডা কাশি শুরু হয়ে যায়। সাধারণত ঋতু পরিবর্তনের সময় এ ধরণের সমস্যা বেশি হয়ে থাকে। আবার জ্বর হলো অনেক রোগেরই সাধারণ লক্ষণ। আমাদের দেশে ভাইরাল ফিভার, টাইফয়েড জ্বর, ডেঙ্গু জ্বর ইত্যাদি আমরা বেশি পেয়ে থাকি। এইসব রোগগুলো কিন্তু বাংলাদেশ থেকে চলে যায়নি।
তারমানে হলো এই সব রোগই বাংলাদেশে আছে। আমরা করোনা সন্দেহে যাদের পরীক্ষা করছি তাদের প্রায় শতকরা ৯০ ভাগই অন্যান্য রোগের। যে রোগগুলো নিয়ে আমরা কখনোই আগে আতঙ্কিত হইনি।
যেহেতু এখন করোনা মহামারি চলছে তাই আমরা এই ধরনের লক্ষণ থাকলে করোনা পরীক্ষা করাচ্ছি। যাদের পরীক্ষা করাচ্ছি তাদের মাত্র ১০ ভাগের মতো রোগীদের করোনা ভাইরাস আক্রান্ত পাচ্ছি। আবার যাদের করোনাভাইরাস আক্রান্ত পাচ্ছি তাদের অধিকাংশেরই মৃদু উপসর্গ পাচ্ছি।
তাই বলতে চাচ্ছি, সামান্য ঠাণ্ডা কাশি জ্বর হলেই আতঙ্কগ্রস্ত হবেন না। করোনা পরীক্ষা করান। চিকিৎসা নিন। ভালো থাকুন। অকারণে বাইরে যাবেন না। ঘরে থাকুন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করুন।
লেখক: এমবিবিএস, এম আর সি পি(লন্ডন)
এমসিপিএস(মেডিসিন), এমডি( চেস্ট)
মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
কনসালট্যান্ট, করোনা ইউনিট
মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা।