বৃহস্পতিবার, ৭ মে ২০২০
প্রথম পাতা » সারাদেশ » ছবি না তুলেই কর্মহীন অসহায়দের সহযোগিতা করেন সামাজিক সংগঠন”প্রত্যাশা”
ছবি না তুলেই কর্মহীন অসহায়দের সহযোগিতা করেন সামাজিক সংগঠন”প্রত্যাশা”
লক্ষ্মীপুর প্রতিনিধি : বিশ্বব্যাপী করোনা ভাইরাসে দেশের মধ্যবিত্ত কর্মহীন অসহায় পরিবারগুলোকে সহযোগিতা করেন সামাজিক সংগঠন “প্রত্যাশা”। করোনা প্রতিরোধে সারা দেশে লক ডাউন ঘোষনা করা হয়। যার কারণে সবচেয়ে বেশি অসহায় জীবন যাপন করে সমাজের নিম্নমধ্য বিত্ত পরিবারগুলো।
লক্ষ্মীপুরের রামগতি জমিদার হাটের চর সীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচের শিক্ষার্থীদের গড়া সামাজিক সংগঠন ” প্রত্যাশা”।
এ সামাজিক সংগঠন”প্রত্যাশা”র ব্যানারে অসহায়দের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে ৬০ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, মুড়ি, চোলা, খেঁজুর বিতরণ করা হয়।
সামাজিক সংগঠন প্রত্যাশা সভাপতি ও ঢাকা সরকারি তিতুমীর কলেজের ছাত্র মোঃ ফয়সল মাহমুদ বলেন, “বাস্তবতার নিরিখে এমন কিছু মানুষ রয়েছে। যারা লোক লজ্জায় কারো কাছে কিছু চাইতে পারে না। আবার পরিবার নিয়ে ঠিক মতো জীবনযাপন ও করতে পারে না। তাই বন্ধুরা মিলে আমাদের সংগঠন প্রত্যাশার পক্ষে সমাজের অসহায় ৬০ পরিবারকে রমজানের উপহার সামগ্রী অতি গোপনে যার যার বাসায় পৌঁছে দিলাম।
তিনি আরো বলেন, উপহার প্রাপ্ত পরিবারের কথা গোপন রাখার স্বার্থে আমরা বিতরনের কোন ছবি তুলি নি। আল্লাহ সহায় থাকলে ভবিষ্যতে এমন কার্যক্রম চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।
খোলাডাক/এনএন/ডেস্ক