শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » » লক্ষ্মীপুরে ১৭ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত
লক্ষ্মীপুরে ১৭ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে একদিনে সর্বোচ্চ ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, চট্টগ্রামের বিআইটিডিআইতে লক্ষ্মীপুরের ৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে রামগঞ্জে ১৩ জন, কমলনগরে ৩ জন ও সদর উপজেলায় ১ জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন। এরআগে ঢাকা ফেরত রামগঞ্জের এক ট্রাক চালক ও নারায়ণগঞ্জ থেকে তাবলীগ ফেরত রামগতিতে এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছে। রামগঞ্জের ওই ট্রাক চালকের বাড়িতেই বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন।
প্রসঙ্গত, সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬ টা থেকে লক্ষ্মীপুরে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। কিন্তু লক্ষ্মীপুরের হাট-বাজারগুলোতে জনগণের ভীড় লেগেই থাকে। এরমধ্যে নারায়ণগঞ্জ থেকে গত ও চলতি সপ্তাহে শতাধিক মানুষ লক্ষ্মীপুরে এসেছে।
খোলাডাক / আমু/ডেস্ক