ত্রান নয় “মমতার পরশ” এসআই মহসিন
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার এস আই মহসিন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে রামগঞ্জ উপজেলার মধ্যবিত্ত কর্মহীন পরিবারের “মমতার পরশ” মানে খাদ্য সামগ্রির প্যাকেট গুলি নিজে পৌঁছে দিচ্ছেন।
এছাড়াও নিজের জন্মভূমি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অসহায় মধ্যবিত্ত পরিবারদের জন্যও “মমতার পরশ”পৌঁছে দেন। “মমতার পরশ” প্রতিটি প্যাকেটে চাল, ডাল, লবন, তৈল, আলু, সাবান রয়েছে।
এসআই মহসিন চৌধুরী জানান, আমি নিজেও মধ্যবিত্ত (এমিত) সন্তান। কস্ট খুব কাছ থেকে দেখেছি, তাই চাকুরীর পাশাপাশি মানবতার কাজে এগিয়ে আসা। আমাকে অনুসরণ করে কেউ যদি ১টি পরিবারের পাশে দাঁড়ায়, এতেই আমার সফলতা ও সার্থকতা। প্রতিটি “মমতার পরশ” খুব গোপনে অসহায় মানুষের ঘরে পৌঁছানো হচ্ছে।
তিনি আরও জানান, করোনায় দেশ খুবই ভারাক্রান্ত। মানুষ আতঙ্কের মধ্যে দিন পার করছে। সারা দেশ লক ডাউন। এসময় কর্মহীন মানুষ গুলো অসহায় জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো প্রতিটি বিত্তবানদের নৈতিক দায়িত্ব।
মরনব্যাধি করোনা ভাইরাস সংক্রমনে দেশের চলমান এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদের মধ্যবিত্ত পরিবারের লোকজন। তারা সহযোগিতার জন্য প্রকাশ্যেও আসতে পারছেন না। অপর দিকে পরিবার পরিজন নিয়ে কষ্ট দিন পার করছে। তাই এদের পাশে দাঁড়ানো উচিত।
খোলাডাক/ এসএ আরাফ