মানবিকতায় ৪২ দোকানের ভাড়া মওকুফ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসের বন্ধী সারা দেশ। বন্ধী রয়েছে ব্যবসায় জগতের সকল ব্যবসায়ীরা।
লক্ষ্মীপুরের কমলনগরের এক মানবিক দোকান মালিক। তিনি উপজেলার করইতলা বাজারের ৪২টি দোকানে চলতি এপ্রিল মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন। এ মানবিক দোকানের মালিক মুরাদ মিয়া।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তিনি এ ঘোষণা দেন।
কমলনগর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুর নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দোকানের মালিকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছন বাজার ব্যবসায়ী, সচেতনমহল ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। রীতিমতো বিষয়টি সামাজিক যোগাযোগ ফেইসবুকে ভাইরাল হতে দেখা যায়।
দোকান মালিক মুরাদ মিয়া কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা হাজী মনোহর আলী ঠিকাদারের ছেলে ও ওই বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, করোনা ভাইরাসের এ দুর্যোগে দোকান মালিক আমাদের পাশে দাঁড়িয়েছেন। দোকান ভাড়া মওকুফ করেছেন। এসময় এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সমাজের বিত্তশালী দোকান ও বাড়ির মালিকরা এভাবেই দুর্দিনে এগিয়ে আসা উচিত।
দোকান মালিক মুরাদ বলেন, গত মার্চ মাসের ভাড়া এখনো গ্রহণ করেনি। এপ্রিল মাসের ভাড়া পুরোটাই মওকুফ করলাম। করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আমার ব্যক্তিগত উপহার এটি।
বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নূর নবী চৌধুরী বলেন, দোকান মালিক মুরাদ মিয়া প্রতি মাসে প্রায় দুই লাখ টাকা ভাড়া পান। মার্চ মাসের ঘরভাড়া এখনও গ্রহণ করেননি। এপ্রিল মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছে। তার বাবা হাজী মনোহর আলী ঠিকাদার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে করইতলা বাজারের পাশে কয়েক একর জমি দান করেছেন। তাদের পরিবার সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ান। মানুষের কল্যাণে কাজ করেন।
করোনা পরিস্থিতির কারণে গত তিন সপ্তাহ ধরে বাজারের ওষুধ ও মুদি দোকান ছাড়া সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। যে কারণে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।
খোলাডাক / মোরশেদ