বুধবার, ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সারাদেশ » “স্বপ্ন নিয়ে” অসহায় কর্মহীনদের মাঝে পৌঁছে দিচ্ছে ত্রাণ সামগ্রী
“স্বপ্ন নিয়ে” অসহায় কর্মহীনদের মাঝে পৌঁছে দিচ্ছে ত্রাণ সামগ্রী
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : সারা দেশ যখন করোনা ভাইরাসে লক ডাউন। তখন কর্মজীবি মানুষ গুলো কর্মহীন হয়ে পড়ে। এ কর্মহীন মানুষগুলোর মধ্যে খাদ্য সহায়তা দিচ্ছেন সামাজিক সংগঠন”স্বপ্ন নিয়ে”।
৬ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর উপজেলার কর্মহীন ৪০০ পরিবারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয় সংগঠনের স্বেচ্ছাসেবিরা। সহায়তা দেয়ার সময় কোন ধরনের ছবি তোলা সংগঠনের পক্ষ থেকে নিষেধ ছিল। খাদ্য সহায়তার মধ্যে ছিল, চাল, মুসর ডাল, সয়াবিন তেল, পেয়াঁজ এবং সাবান।
অন্যদিকে সংগঠনটি এর আগে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ জন ডাক্তারের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করে।
স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন , মহামারির এ সময়ে কর্মহীন মানুষের জন্য আমাদের এ সামান্য সহায়তা। এটি তাদের জন্য বড় কিছু হতে পারে। তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এ মহামারীতে বিত্তবানদের তিনি সমাজের অসহায় মানুষের পাশে থাকতে আহবান জানান।
এছাড়াও রামগতি-কমলনগরের সাধারনের জন্য ৪টি হ্যান্ড ওয়াশ ব্লক স্থাপন, মাস্ক , হ্যান্ড গ্লাভস, হ্যান্ড ওয়াশ সামগ্রী , লিফলেট বিতরণ, স্প্রে এর মাধ্যমে জীবানুনাশক ছিটানো, দোকানের সামনে দূরত্ব চিহ্ন, বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলিং ও সাবান বিতরণ , বিভিন্ন স্থানে ব্যানার স্থাপনসহ নানা কাজ করছে স্বপ্ন নিয়ে।
“স্বপ্ন নিয়ে ” সামাজিক সংগঠনটি পা নেই, রিকসা চালক, ব্যান চালক, দিনমজুর সহ অসহায় মানুষদের পামে দাড়িয়েছেন। তাদের কর্মজীবি করে গড়ে তোলেন। এছাড়াও গরীব মেধাবীদের পড়ালেখা ব্যবস্থা করেন। সমাজের সচেতনামুলক কাছে” স্বপ্ন নিয়ে” সংগঠন টি খুবই উল্লেখ্য ভূমিকা পালন করে।
স্বপ্ন নিয়ের কার্যক্রমে সহায়তা করতে চাইলে অনুদান পাঠনোর ফোন নাম্বার গুলো:
বিকাশ(Personal)- 019 2623 5538
বিকাশ (Personal)- 016 8693 7962
রকেট(Personal)- 01784399868
খোলাডাক / এনএন