কমলনগরে প্রশাসনিক ভুলে হাট-বাজার রি-টেন্ডার
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা প্রশাসনের ভূলে হাট-বাজার ইজারা রি-টেন্ডার দেওয়ার সিদ্ধান্ত হয়। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমতিয়াজ হোসেনের এ সিদ্ধান্ত দেয়।
উপজেলা সুত্রে জানা যায়, সিডিউল অনুযায়ী ২২টি বাজারের ইজারাদাররা ট্রেন্ডার ফরম দাখিল করেন। গত ০৪ ফেব্রুয়ারি টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দর-দাতাকে ইজারা দেওয়া হয়।
কিন্তু হঠাৎ করে বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ইজাদারদেরকে ডাকা হয় এবং উপজেলা প্রশাসন ভুল স্বীকার করে পুনরায় হাট-বাজার রি-ট্রেন্ডার দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এতে ইজারাদারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বাজার ইজারাদার রিপন পলোয়ার ও রাসেল জানান, তারা সর্বোচ্চ দরদাতা হিসেবে হাট-বাজার ইজারা পেয়েছে। কিন্তু উপজেলা প্রশাসনের ভুলে পুনরায় সকল বাজারে ইজারা রি-টেন্ডার দেওয়ার ঘোষনা দেন।
তারা আরও জানান, উপজেলা প্রশাসনের ভুলে তারা কেন ক্ষতিগ্রস্ত হবেন। এতে সকল ইজারাদারদের মাঝে বিরুপ প্রক্রিয়া সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন জানান, গত ০৩ বছরের বাজার ইজারার গড় মূল্যে ভুলে বিজ্ঞপ্তী প্রকাশ করা হয়। গড় মূল্য ভুলের কারনে পুনরায় সংশোধন করে রি-টেন্ডার প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যার পেক্ষিতে সকল বাজার রি-ট্রেন্ডার দেয়ার সিন্ধান্ত নিতে হচ্ছে।
খোলাডাক / এনএন