কমলনগরে আ’লীগের সম্পাদক পদে আলোচনায় - দোলন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন রামগতি-কমলনগরে সাবেক এমপি মরহুম সিরাজুল ইসলামের পুত্র মাহবুবুল ইসলাম দোলন। তিনি উপজেলার সর্বত্রে প্রচার-প্রচারণায় নেতা-কর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন। তিনি সব সময় নেতৃত্বের মাধ্যমে নিজেকে তুলে ধরছেন। তিনি ব্যানার,পেস্টুন,বিলবোর্ডের প্রচারে সম্পাদক পদে জানান দিচ্ছেন।
মাহবুবুল ইসলাম দোলন বলেন, তার বাবা বীর মুক্তিযোদ্ধা গনপরিষদের নেতা ও সাবেক এমপি মরহুম সিরাজুল ইসলামের অনুপ্রেরণায় ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। বঙ্গবন্ধুর আর্দশে নিজেকে দলের জন্য তৈরি করেছেন। দল বিরোধী কোন কার্যকলাপে নিজেকে জড়াননি। সবসময় দলের আনুগত্য ছিলেন। দলের সকল কার্যক্রম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। দলের দুঃসময়ে দলের সকল কার্যক্রমে পাশে থেকে কাজ করেছেন। বিরোধীদের নির্যাতনের শিকার হয়েছেন। দলের নিরীহ কর্মীদের সব সময় খোঁজ খবর রাখছেন।
তিনি আরও বলেন,জননেত্রী শেখ হাছিনার হাতকে শক্তিশালী করতে প্রানপণ লড়াই করছি। কখনো নেত্রীর সিদ্ধান্তের বাহিরে গিয়ে দল বিরোধী কাজ করিনি। ১৯৮৬ সালে কমলনগর (তৎকালীন রামগতি) উপজেলার চর লরেন্স বাজারে আওয়ামীলীগ ও ফ্রীডম পার্টির মধ্যকার সংঘর্ষে হামলা, মামলা ও হত্যার হুমকি দেয়া হয়েছে। তারপরও পিছু হটাতে পারেনি। পরিশেষে বলতে চাই,দলের নেতা-কর্মীদের পাশে থেকে দলকে আরও শক্তিশালী করতে দলের সাধারণ সম্পাদক হতে সকলের দোয়া চাই।
মাহবুবুল ইসলাম দোলন, চর লরেন্স উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য ও রাশিয়া আওয়ামী লীগের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো.নিজাম উদ্দিন প্রফেসরের ছোট ভাই।
খোলাডাক / এমএম