জমে উঠেছে দুই সিটি নির্বাচন
স্টাফ রিপোর্টার : জমে উঠেছে ঢাকার দুই ব্যস্ত সিটি নির্বাচন। প্রচারণায় ব্যস্ত হয়ে উঠছে সব দলের প্রার্থীর প্রচার। দুই সিটি নির্বাচন সামনে রেখে ছুটির দিন শুক্রবার, সকাল থেকেই রাজধানীতে প্রচারণায় নেমেছেন, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ছুটির দিনে উৎসব আমেজে সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা চষে বেড়ান প্রার্থীরা।
উন্নয়নের নানা প্রতিশ্রুতির পাশাপাশি নির্বাচন কমিশনকে পূজার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ জানান উত্তর সিটির আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটির বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর বাওনিয়াবাদ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি, পূজোর দিন নির্বাচনের তারিখ থাকায় বিষয়টি নির্বাচন কমিশনকে আবারো ভেবে দেখার অনুরোধ জানান। এবং সুযোগ থাকলে নির্বাচন কমিশনকে তারিখ পরিবর্তনেরও দাবি জানান।
এ সময় আতিকুল ইসলাম বলেন, রাজধানীতে সেবা সংস্থারগুলোর মধ্যে সমন্বয় করে উন্নয়ন করা হবে উত্তর সিটিতে। নতুন যুক্ত হওয়া ওয়ার্ডেও যেন উন্নয়নের ছোঁয়া লাগে, আগামীতে তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এদিকে, রাজধানীর ধনিয়া এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন দক্ষিণের বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। পূজার দিন ভোট কেন, এমন প্রশ্ন রেখে তিনি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানান। আর ওইদিন ভোট যদি হয়ও, তবে ধানের শীষে ভোট দিয়ে তার জবাব দেয়ার আহ্বান জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, পূজার দিন ভোটগ্রহণ অনুষ্ঠান করাটা উচিত নয়। তার জন্য নির্বাচন পিছাতে পারে বা আগাতে পারে। আমাদের ঈদের দিন নির্বাচন দিলে আমরা পিছাতে বলতাম। নির্বাচন কমিশন জানতো ৩০ তারিখ পূজা কেনো তারা নির্বাচনের তারিখে ৩০ তারিখ দিলো।
দুই প্রার্থীই নির্বাচনী প্রচারণায় অভিযোগ-পাল্টা অভিযোগসহ এলাকাবাসীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান।
খোলাডাক / নিখিল