কমলনগরে ‘তথ্য আপা’র যত কার্যক্রম
কমলনগর প্রতিনিধি :
তথ্য প্রযুক্তির যুগে নারীর ক্ষমতায়নে আত্ননির্ভরশীল হতে সারা দেশের মত লক্ষ্মীপুরের কমলনগরে কাজ করছে ‘তথ্য আপা’ প্রকল্প। তথ্য আপা প্রকল্পটির কাজ হচ্ছে মুলত তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারী বা মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত করা।
সুযোগবঞ্চিত ও কম সুযোগপ্রাপ্ত মহিলারা যেন তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ও সহজে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য পেতে পারে সেই বিষয়ে এ তথ্য আপা প্রকল্পটি কাজ করছে।
এবিষয়ে উপজেলা তথ্য আপা শাহানা ইসলাম বলেন, তথ্য আপা প্রকল্পটিতে সরকারে এসডিজি’র লক্ষমাত্রায় নারীর ক্ষমতায়নের উপর সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেন। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। অর্থনৈতিক কর্মকান্ডে নারীর সমান ভূমিকা নিশ্চিত করণের সার্বিক অগ্রগতি প্রয়োজন। দেশের গ্রাম- গন্জে অসহায়, দরিদ্র, সুবিধা বঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর ক্ষমতা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের সাবলম্বী করা।
তথ্য আপা প্রকল্পে সেবাসমুহ হচ্ছে : ইন্টারনেটের মাধ্যমে বিনা মূল্যে সুবিধা বঞ্চিত নারীদের চাকুরীর খবর,বিভিন্ন পরীক্ষার ফলাফল,সরকারী বিভিন্ন সেবাসমুহের সরবরাহ করা।
প্রাথমিক স্বাস্থ্যসেবা, যেমন ব্লাড প্রেসার পরীক্ষা, ওজন পরিমাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা।
বাড়িবাড়ি গিয়ে তথ্য আপা প্রকল্পে সেবা সহকারীগন ইন্টারনেটের মাধ্যমে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, আইন,ব্যবসা,জেন্ডার,কৃষি বিষয়ক সমস্যা আলোচনা করে সমাধান করা।
এছাড়াও তথ্য আপা প্রকল্পের মুল কাজ হচ্ছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করে গ্রামীন মহিলাদের জীবন জীবিকা সম্পর্কিত তথ্য যেমন,স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিবাহ,ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা,চাকুরী সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা ও প্রয়োজনে ভিডিও বা স্কাইপি,ই-মেইল এর মাধ্যমে তথ্য সেবা নিশ্চিত করা।
উঠান বৈঠকে আরও আলোচনা করা হয় ,উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে স্থানীয় নারী উদ্যোক্তা, নারী আইনজ্ঞ, সমাজসেবী,সমাজের নেতৃত্বদানকারী মহিলারাও বিভিন্ন সামাজিক সমস্যা যেমন, বাল্যবিবাহ প্রতিরোধ,যৌতুক নিরোধ আইন,পারিবারিক সহিংসতা ও নারী নীতি সম্পর্কে মুক্ত আলোচনা করা।
প্রসঙ্গত, বাংলাদেশের ৪৯০টি উপজেলার প্রত্যেকটিতে প্রকল্পের আওতায় একটি করে তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি তথ্য কেন্দ্রে ০১ জন তথ্যসেবা কর্মকর্তা ও ০২ জন তথ্য সেবা সহকারী তথ্য প্রযুক্তি সেবা প্রদানের কাজে নিয়োজিত আছেন। এরাই প্রকল্প এলাকায় “তথ্য আপা” হিসাবে পরিচিত। তথ্য আপারা তথ্যকেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবা সমূহের সহজলভ্যতা নিশ্চিতকরা, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্স ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করছেন। এছাড়া তথ্য আপারা ল্যাপটপ ও ইন্টারনেট ব্যবহার করে প্রকল্প এলাকাধীন গ্রামবাসীর বাড়িতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্যসেবা প্রদান করছেন।
খোলাডাক / অনু