সর্দি-জ্বরের সময় কিন্তু এখন!
সর্দি-জ্বর হলে
শীত আসি আসি করছে। দিনে গরম-রাতে ধীরে ধীরে বেশ ঠাণ্ডা পড়ছে। ফলে সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই।
সর্দি-জ্বর হলে সতর্কতা অবলম্বন করুন:
• শিশুদের কাছে আসতে দেবেন না, তারাও আক্রান্ত হতে পারে
• হাঁচি দেওয়ার সময় বা নাকের পানি মুছতে রুমাল বা টিস্যু পেপার ব্যবহার করুন
• যেখানে সেখানে কফ, থুথু বা নাকের শ্লেষ্মা ফেলা যাবে না
• স্বাস্থ্যকর, খোলামেলা, শুষ্ক পরিবেশে থাকুন
• শ্বাসকষ্ট ও হাঁপানি থেকে দূরে থাকতে হলে ঠাণ্ডা ও ধুলাবালি যতটুকু সম্ভব এড়িয়ে চলুন
• খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন
• বিশুদ্ধ পানি পান করুন। দূষিত পানি বা খাবারের সঙ্গে ডায়রিয়া কিংবা আমাশয়ের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে
• বিছানা, ঘর ও বাড়ির চারপাম পরিষ্কার রাখুন
• তিন দিনেও যদি জ্বর না কমে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।