বুধবার, ২০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | রাজনীতি » কমলনগরে যুবলীগের সম্পাদক হতে চান - মির্জা রাসেল
কমলনগরে যুবলীগের সম্পাদক হতে চান - মির্জা রাসেল
কমলনগর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হতে চান সাবেক মহানগর ছাত্রলীগ নেতা মির্জা আশরাফুল ইসলাম রাসেল।
তিনি উপজেলার সর্বত্র ব্যানার, পেস্টুল,বিল বোর্ডে সম্পাদক হতে জানান দিচ্ছেন। উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনে সবার মধ্যে আলোচনায় রয়েছেন। তিনি তরুন, উদিয়মান, সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে বেশ পরিচিত।
মির্জা আশরাফুল ইসলাম রাসেল জানান, তিনি স্কুল ছাত্রলীগ থেকে বঙ্গবন্ধুর আর্দশে রাজনীতি করছেন। তিনি সবসময় দলের নীতি-নৈতিকতার মধ্যে দলের সকল কার্যক্রম পালন করছেন। আওয়ামীলীগের রাজনীতি করতে গিয়ে বারবার বিরোধীদের নির্যাতনে শিকার হয়েছেন। সবসময় রাজপথে আন্দোলন সংগ্রাম করে দলকে সুসংগঠিত করছেন।
তিনি আরও জানান, উপজেলা ছাত্রলীগের সম্পাদকের দায়িত্বে থাকা কালীন ছাত্রলীগের সকল ইউনিটে দক্ষতার সাথে সংগঠন করেছেন। ছাত্রলীগে বঙ্গবন্ধুর আর্দশে দক্ষ ও জ্ঞান সম্পূর্ণ নেতা-কর্মী তৈরি করেছেন। তার হাতে গড়া বর্তমান উপজেলা ছাত্রলীগের অসংখ্য নেতা - কর্মী রয়েছেন। যারা বর্তমানে উপজেলা সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বে রয়েছেন।
তিনি উপজেলা যুবলীগের সম্পাদক হতে কাজ করছেন। দলের সবার সাথে যোগাযোগ স্থাপন করছেন। দলের সকল কার্যক্রম পালন করছেন।যুবলীগের সম্পাদক হতে সবার দোয়া ও ভালোবাসা কামনা করছেন।
মির্জা আশরাফুল ইসলাম রাসেল উপজেলা ছাত্রলীগের সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে ঢাকা মহানগর ছাত্রলীগের সহ পাঠাগার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তিনি উপজেলার হাজির হাট সরকারী মিল্লাত একাডেমী থেকে এসএসসি পাশ করেন।পরে নোয়াখালী সরকারী কলেজ থেকে এইচএসসি ও ঢাকা ল কলেজ থেকে এলএলবি পাশ করেন। তিনি বর্তমানে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
তিনি আওয়ামী পরিবারে জন্মগ্রহন করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এড. মনির এর পুত্র।
তিনি বিশ্বস্ততার সাথে রামগতি-কমলনগরে সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী’র রামগতি-কমলনগরে তৃণমূল পর্যায়ের রাজনীতি পরিচালনা করেন।
খোলাডাক / এএ