নগরায়নের ছোঁয়ায় বিলুপ্তপ্রায় গ্রামীণ মাটির ঘর
অনলাইন ডেস্ক
রাজধানীর খুবই সন্নিকটে হওয়ায় উন্নয়নের ছোঁয়ায় মাটির ঘরগুলো পরিণত হচ্ছে অট্টালিকায়। এরপরও সোনারগাঁও ভরত গ্রামে দেখা মিললো মাটির ঘরের।
পরিবর্তনশীল এই সময়ের বাস্তবতাকে স্বীকার করেও একথা দ্বিধাহীন বলা যায়, আমাদের ঐতিহ্যের অন্যতম নিদর্শন সবুজ শ্যামল ছায়া ঘেরা শান্তির নীড় ‘মাটির বাড়ি’ ঘরের আবেদন এখনও এতটুকু ফুরিয়ে যায়নি।
মাটির ঘর গ্রামের মানুষের কাছে এখনো শান্তির নীড়। কিন্তু কালের পরিক্রমায় মাটির তৈরি বাড়ি-ঘর হারিয়ে যেতে বসলেও সোনারগাঁও ভরত গ্রামে দেখা মেলে গরম ও শীতে বসবাস উপযোগী সারি সারি মাটির ঘর।
এ ইউনিয়নটির কোনো কোনো বাড়িতে মাটির ঘরের পাশাপাশি ইটের তৈরি দালান দেখা মিললেও মাটির ঘরের তুলনায় খুবই নগণ্য। এখানকার সব গ্রামের মানুষের কাছে মাটির ঘর গরিবের ‘এসি’ বাড়ি হিসেবে খ্যাত। তবে উপজেলার অট্টালিকায় বাড়ি তেমন একটা চোখে পড়ে না।