শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: আনোয়ার খান
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রযুক্তির অগ্রগতি ঘটাতে সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে স্বল্পমূল্যে ল্যাপটপ ও ট্যাব সরবরাহ করেছে। ডিগ্রী পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছে।’
রোববার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে তাকে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আনোয়ার হোসেন খান এসব কথা বলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। এ সময় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে তিনি অভিভাবক ও সচেতন মহলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাবেক এমপি আ ন ম সামছুল ইসলাম (নাসের প্রফেসর) ও সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী, রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু ভবদশ, ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, লামচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহেনারা পান্না, করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুল হক মজিব, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূঁইয়া, বিআরডিবিএ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম মাষ্টার, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, যুগ্ন আহবায়ক এস এম মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল বাশার, মোঃ টিপু সুলতান সহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতাকর্মীরা।