শনিবার, ৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » বুলবুল আসার আগেই সার্ভার ডাউন!
বুলবুল আসার আগেই সার্ভার ডাউন!
আহমেদ ইসমাম
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিজস্ব সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। আজ বিকেল ৪টা থেকে (http://www.bmd.gov.bd) এই ওয়েবসাইটটিতে একাধিকাবার প্রবেশের চেষ্টা করা হলেও প্রবেশ করা যায়নি। এসময় ওয়েবসাইটের পক্ষ থেকে পাঁচ মিনিট অপেক্ষার জন্য বলা হয়। কিন্তু ৪০ মিনিট অপেক্ষার পরেও সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করা হয়।
এ ব্যপারে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, এক সাথে অনেক মানুষ প্রবেশ করায় এই অবস্থা হয়েছে। ঠিক কতজন একসাথে প্রবেশ করতে পারবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ঠিক আমি বলতে পারব না তা জানার জন্য কন্ট্রোল রুমে যোগাযোগ করুন।’
কিন্তু সংস্থাটির কন্টোল রুমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে কাউকে পাওয়া যায়নি।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ৯ ও কক্সবাজার ৪ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এমতাবস্থায় আবহাওয়ার প্রাণ কেন্দ্র আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট বন্ধের বিষয়টি যেন ‘প্রদীপের নিচ অন্ধকার’!