শনিবার, ৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » ঝড়ের ছোবল আজ রাতেই!
ঝড়ের ছোবল আজ রাতেই!
নিজস্ব প্রতিবেদক :
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের উত্তর-পশ্চিম উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। সেটি আজ শনিবার রাতে ১৪৪ কিলোমিটার গতিবেগে বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলে আঘাত হানতে পারে।
আজ বিকেলের পর বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাব অনুভূত হতে পারে এবং মধ্যরাতে খুলনা অঞ্চল দিয়ে বুলবুল উপকূল অতিক্রম করতে পারে। তবে উপকূলে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, বুলবুল আরো শক্তি সঞ্চয় করে গতকাল শুক্রবার সকাল থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় সাগর উত্তাল হয়ে উঠেছে। গতকাল সন্ধ্যায় খুলনা ও বরিশাল উপকূলীয় অঞ্চলে ৭ নম্বর এবং চট্টগ্রামের উপকূলে ৬ নম্বর বিপত্সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
গতকাল সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলসহ বেশির ভাগ এলাকায় বিরাজ করছে মেঘলা আবহাওয়া। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাজধানীতেও গতকাল দুপুরের পর থেকে মেঘলা আবহাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।
প্রতিবছরের নভেম্বর মাস এলেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে।
কেননা ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় এবং ২০০৭ সালের ১৫ নভেম্বর ‘সিডরে’র আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জনপদ। এবারও ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানছে সেই নভেম্বর মাসে।
প্রসঙ্গত, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আট দেশের আবহাওয়া দপ্তরের নির্ধারিত তালিকা থেকে ধারাবাহিকভাবে এই অঞ্চলে সৃষ্ট ঝড়গুলোর নাম দেওয়া হয়ে থাকে। বুলবুল নামটি নেওয়া হয়েছে পাকিস্তানের প্রস্তাবিত নামের তালিকা থেকে।
খোলাডাক/ এএ