প্রবাসীদের লাঞ্ছনায় সরকারের নীরবতায় বিক্ষোভ
অভিবাসী শ্রমিকদের মৃত্যু ও লাঞ্ছনায় সরকারের নীরবতার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র।
জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার বিকেলের বিক্ষোভের আগে সংগঠন দুটোর যৌথ উদ্যোগে সমাবেশে হয়। সেখানে বিভিন্ন কারখানার শ্রমিক ও নারী সংগঠকরা যোগ দেন।
সমাবেশ থেকে নারীসহ শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, সৌদি আরবে শ্রমিক প্রেরণ বন্ধ, এবং হতাহত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের দায়িত্ব সরকারকে বহন করার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কমরেড জহিরুল ইসলাম ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত। পরিচালনা করেন নারীমুক্তি কেন্দ্রের নগর সভাপতি তাছলিমা আকতার। সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সংগঠক রাজু আহমেদ।
পরে একটি মিছিল আশপাশের এলাকার সড়ক ঘুরে তোপখানায় এসে শেষ হয়।
ঢাকা/সাজেদ