সোমবার, ৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » » সম্প্রীতি আছে বলেই পূজা মণ্ডপ বাড়ছে: প্রধানমন্ত্রী
সম্প্রীতি আছে বলেই পূজা মণ্ডপ বাড়ছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারে।
সোমবার বিকেলে রাজধানীর রামকৃঞ্চ মিশনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। যে কারণে পূজা মণ্ডপের সংখ্যা দিন দিন বাড়ছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, এ দেশ কোনো নির্দিষ্ট ধর্মের নয়, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নয়। এদেশ সবার। সব ধর্মের মানুষ মিলে একসাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থাকবে না। সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।