বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রশাসন » ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ১২১ শিশুকে মুক্তির নির্দেশ
ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ১২১ শিশুকে মুক্তির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
র্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১২১ শিশুকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান।
না গেছে, ১২ বছরের কম বয়সী ৯৯ শিশুকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেন বিচারক। বাকি ১২ থেকে ১৮ বছর বয়সী শিশুদের ছয় মাসের জামিনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে, এসব শিশুকে সাজা দেওয়া সংক্রান্ত নথি এক সপ্তাহের মধ্যে তলব করেছেন আদালত।
আদালত বলেছেন, কোনো শিশুকে মোবাইল কোর্ট সাজা দিতে পারে না। শিশুরা অপরাধ করলে তাদের বিচার হবে শিশু আদালতে। একদিনের জন্যও কোনো শিশুকে বেআইনিভাবে সাজা দিয়ে আটকে রাখার এখতিয়ার নেই।
গাজীপুর ও যশোরের কিশোর উন্নয়নকেন্দ্র, যেগুলো কিশোরদের জেলখানা বা সংশোধনকেন্দ্র হিসেবে বহুলভাবে পরিচিত- সেখানে আটক রাখা হয় ১২১ শিশুকে। সরকারিভাবে এগুলোকে কিশোর উন্নয়ন কেন্দ্র বলা হলেও মূলত কিশোর অপরাধীদের জেলখানা বা সংশোধনকেন্দ্র হিসেবেই পরিচিত বেশি।
মূলত ১৮ বছরের কমবয়সী অপরাধী বা অভিযুক্তদের আটকে রাখার জন্য এই কেন্দ্রগুলো ব্যবহৃত হয়।