বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা » ক্রিকেটার থেকে বোর্ড সভাপতি হলেন মাসাকাদাজা
ক্রিকেটার থেকে বোর্ড সভাপতি হলেন মাসাকাদাজা
আন্তর্জাতিক নিউজ :
গা থেকে জিম্বাবুয়ের জার্সি তুলে রাখার পর মাস পার না হতেই এবার দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পেলেন কিংবদন্তি ব্যাটসম্যান হেমিলটন মাসাকাদজা। বুধবার (৩০ অক্টোবর) এক টুইট বার্তায় জিম্বাবুয়ে ক্রিকেট এক প্রেস বিজ্ঞপ্তিতে মাসাকাদজার সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি প্রকাশ করে।
সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকে ক্রিকেট থেকে বিদায় নেন মাসাকাদজা। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে দারুণ এক ইনিংস উপহার দেন হ্যামিল্টন মাসাকাদজা। তার ৪২ বলে ৭১ রানের ইনিংসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় পায় জিম্বাবুয়ে।
উল্লেখ্য, ২০০১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটেছিল মাসাকাদজার। সে বছরই টেস্টের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতকের রেকর্ড গড়েন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৮ বছরের লম্বা ক্যারিয়ারে মাসাকাদজা ৩৮টি টেস্ট, ২০৯টি ওয়ানডে ও ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন।
৩৮টি টেস্টের ৭৬ ইনিংসে ৫ শতকসহ ৩০.০৪ গড়ে ২২২৩ রান ও ২০৯টি ওয়ানডেতে ৫ শতকসহ ২৭.৭৩ গড়ে ৫৬৫৮ রান এবং ৬৬টি টি-২০তে ২৫.২৫ গড়ে ১৬৬২ রান করেন। টেস্ট ও ওয়ানডেতে দেশটির ক্রিকেট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
আন্তর্জাতিক ডেক্স