নদী চলবে ইলিশ ধরার উৎসব
লক্ষ্মীপুর প্রতিনিধি :
দীর্ঘ ২২ দিন নিষেধাজ্ঞার পর মেঘনা নদী চলবে ইলিশ ধরা মহা উৎসব। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশ ধরায় নামছে ৬০ হাজার জেলে। বুধবার রাত ১২ টার পর থেকে ইলিশ শিকারে নামছেন তারা।
জেলার রামগতি-কমলনগরে মেঘনা পাড়ে দেখা যায়, ইলিশ শিকারের জন্য বেশ প্রস্তুতি রেখেছে জেলেরা। অবসর সময়ে তারা জাল ও নৌকাসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ প্রস্তুত করেছেন। জেলেরা নদীতে দলবেঁধে নদীতে ইলিশসহ সব মাছ ধরতে যাবেন। এরইমধ্যে তাদের মাঝে উৎসব উৎসব আমেজ বিরাজ করছে। মাছ ধরাকে ঘিরে সরব হয়েছে উপকূলীয় এলাকা।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ বলেন, আশ্বিন মাসের বড় পূর্ণিমার আগের চারদিন, পূর্ণিমার দিন ও পরের ১৭ দিনসহ ২২ দিন ইলিশের প্রজনন সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ এসে মেঘনায় ডিম ছাড়ে। একটি বড় ইলিশ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। বেশি ইলিশ উৎপাদনের লক্ষ্যে নির্বিঘ্নে মা ইলিশ ডিম ছাড়ার জন্যই ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে লক্ষ্মীপুরে নানা প্রদক্ষেপ নেয়া হয়েছিল। ইলিশের প্রজনন মৌসুমের নির্ধারিত সময় শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা শেষে লক্ষ্মীপুরের জেলেরা ফের নদীতে মাছ ধরতে নামবেন।
৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২দিন সারাদেশে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। নিষেধাজ্ঞা থাকায় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা বন্ধ ছিল। এ সময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ ছিল। এ আইন আমান্য করায় বেশ কয়েকজন জেলের জেল-জরিমানা হয়েঠে। এছাড়া পুড়ানো হয়েছে উদ্ধার করা কারেন্ট জাল।
খোলাডাক / এএ