শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিবিধ » রামগতিতে বিএনপির সাবেক সংসদ নিজান’র নগদ অর্থ, কম্বল বিতরণ
রামগতিতে বিএনপির সাবেক সংসদ নিজান’র নগদ অর্থ, কম্বল বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান বন্যায় ক্ষতিগ্রস্ত, শীতার্ত ও দু;স্থ মানুষের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করেন। শুক্রবার (৩১জানুয়ারী) দুপুরের উপজেলার চর পোড়াগাছা ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়, হাজিগঞ্জ চার রাস্তা মোড় ও কোডেক এলাকায় এসব বিতরণ করেন।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান এবিএম আশরাফ উদদিন নিজান বলেন, গতকিছু দিন আগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জাতীয়তাবাদী দল বিএনপির নেতা-কর্মীরা সহযোগিতার মাধ্যমে পাশে ছিলেন। বুক সমান পানিতে নেমে কাজ করেছেন। মানুষের প্রয়োজনীয় খাবার, বাসস্থানের ব্যবস্থা করেন, সামর্থ্য মতে কাজ করেন। তাদের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরন করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ৩১দফা বাস্তবায়নে কাজ করছেন। দেশে, জাতির উন্নয়ন নিয়ে কাজ করছেন। তার নির্দেশে বিএনপির রামগতি-কমলনগরে মানুষের পাশে সুখে-দু;খে রয়েছেন। আমি আশরাফ উদদিন নিজান যত দিন বেঁচে থাকি আপনাদের সাথে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমার নেতা তারেক রহমান একবারও ভোট করতে পারেনি। তার মা বেগম জিয়া অসুস্থ্য তার জন্য দোয়া করবেন। আগামীর নির্বাচনে তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হয় দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্চাসেবক দলের সহ সভাপতি ফরহাদ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক ডা.জামাল উদ্দিন, সম্মানিত সদস্য মনজুর মোর্শেদ জুয়েল, সদস্য সচিব মো.সিরাজ উদ্দিনসহ সংগঠনের নেতা-কর্মীরা।