শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি | সারাদেশ » বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি; লক্ষ্মীপুরের কমলনগরে বিয়ের প্রলোভনে এক কলেজ পড়ুয়া তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে মো.বেলাল হোসেন(২৫) নামে যুবকের বিরুদ্ধে। শনিবার(১৮জানুয়ারী) সকালে রামগতি উপজেলার জমিদার হাট কপি হাউজের কেবিনে এ ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে।
তরুণী বলেন, তার সাথে মো.বেলাল হোসেনের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে প্রেমিক বেলাল তাকে বাড়ি থেকে বের করেন। প্রেমিক মো.বেলাল মেঘনা পাড়ের লঞ্চ ঘাটে ঘুরতে নিয়ে যান তাকে। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকায় বিয়ে প্রলোভনে কপি হাউজের কেবিনে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চেষ্টা করেন মো.বেলাল হোসেন। জোর পূর্বক ধর্ষণের চেষ্টার দৃশ্য সিসি টিভিতে দেখা যায়। বিয়ে করবে না অস্বীকৃতি জানান মো.বেলাল হোসেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে জানাজানি হয়।
তরুণী আরও বলেন, মো.বেলাল হোসেন স্থানীয় কিছু ধান্ধাবাজের খপ্পরে পড়ে তাকে বিয়ে না করতে অস্বীকৃতি জানান। এবং সে পালিয়ে যান। মো.বেলাল হোসেন তাকে বিয়ে না করলে সে আত্মহত্যার হুমকি দেন।
তরুণী রামগতি উপজেলার তোহা ই আয়ুব মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত মো.বেলাল হোসেন স্থানীয় চৌধুরী বাজারের ব্যবসায়ী। সুর্বণ চর উপজেলার জাহাজ মারা গ্রামের স্থায়ী বাসিন্দা আবুল কালামের পুত্র মো.বেলাল হোসেন। মো.বেলাল হোসেনের মেঠোফোনে একাধিকবার ফোন করে তাকে পাওয়া যায়নি।
কমলনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.তৌহিদুল ইসলাম বলেন, তরুণী ধর্ষণের চেষ্টায় কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভী-বানী/আমু