বুধবার, ১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিবিধ » শিক্ষার্থীর হাতে নতুন বছরের বই তুলে দেন ইউএনও সুচিত্র রঞ্জন দাস
শিক্ষার্থীর হাতে নতুন বছরের বই তুলে দেন ইউএনও সুচিত্র রঞ্জন দাস
লক্ষ্মীপুর প্রতিনিধি ; লক্ষ্মীপুরের কমলনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বুধবার(০১লা জানুয়ারী) সকালে উপজেলার হাজিরহাটের উত্তর পশ্চিম চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
এসময়, প্রাক-প্রাথমিক শিক্ষার্থী আনিসা আমজাদ তাকওয়ার হাতে বই তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন,সহকারি শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক রেহানা জামান, সাংবাদিক আমজাদ হোসেন আমু, সহকারি শিক্ষক মো.আলী, মো.জহিরুল হক, আব্দুল্লাহ আল ফারুক, মাহমুদা বেগম।
উপজেলার ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ করা হয়।