শ্বশুর বাড়ির অপমান সইতে না পেরে বিষপান
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুর বাড়িতে গিয়ে আপমানিত হয়ে অটোরিকসা চালক মো.সজিব(১৭) বিষপান করেন। রবিবার(১০নভেম্বর) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবারের সূত্রে জানান, সজিব পাশের বাড়ি এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়েন। উভয় পরিবারের অমতে দু’জনে পালিয়ে গিয়ে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর মেয়ে পক্ষের পরিবার জোরপূর্বক সজিবকে তালাক দেয়। এবং তাদের মেয়েকে নিয়ে যান। এতে সজিব ও তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়ে। পরবর্তিতে তারা আবারও পালিয়ে গিয়ে সংসার শুরু করেন। কিছুদিন পরে উভয় পরিবারের সম্মতিতে তাদের বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। সজিব মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে গেলে তাকে ঘরে ডুকতে না দিয়ে ঝাড়ু দিয়ে মারধর করেন শ্বশুরের পরিবার। এতে সজিব অপমান সইতে না পেরে দুপুরে বিষপান করেন। পরে স্থানীয়রা সজিবকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। এবং ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মো.সজিব উপজেলার চর লরেন্স ইউনিয়নের পূর্ব চর মার্টিন গ্রামের স্থায়ী বাসিন্দা মো.কপিল উদ্দিনের ছেলে।
মেয়ের পরিবার সূত্রে জানান, ছেলে সজিবের বাবা তাদের বিয়ে মেনে নেননি। এতে সজিব দীর্ঘদিন পরিবার পক্ষের সম্মতি নিতে ব্যর্থ হন। সজিব তার পরিবারের সাথে রাগ করে বিষপান করেছে।
কমলনগর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু তাহের পাটোয়ারী জানান, বিষপানে এক যুবককে হাসপাতালে আনার পরে তাকে পূর্ণ চিকিৎসা দেয়া হয়। রাতে হঠাৎ চিকিৎসাধিন অবস্থায় মারা যান। কমলনগর থানা তদন্ত(ওসি) কর্মকর্তা মো. কামরুল হাসান দেশ-রুপান্তরকে জানান, বিষপানে আত্মহত্যার বিয়ে তদন্ত চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।