রবির ১৬ লাখ টাকা আত্মসাৎ, ম্যানেজার আটক
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা,
লক্ষ্মীপুরের রামগতিতে নেটওয়ার্ক কোম্পানি রবি টেলিকম ডিস্ট্রিবিউটারের ম্যানেজার ইমরান খান এনামের বিরুদ্ধে ১৬লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠে। বৃহস্প্রতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর মাইজদী বাজার এলাকা থেকে তাকে আটক করে রামগতি থানায় প্রেরণ করা হয়।
রবি টেলকমের ডিস্ট্রিবিউটার মাহিরা ট্রেডার্সের পরিচালক আরিফুর রহমান সজল জানান, রবি টেলিকমের রামগতি উপজেলা ডিস্ট্রিবিটার হিসেবে কাজ শুরু করেন। তিনি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে ইমরান খান এনাম নামে ব্যক্তিকে দায়িত্বে রাখেন। দীর্ঘ চার বছর দায়িত্ব পালন করে তিনি। ঈদের ছুটিতে বাড়িতে যান ম্যানেজার এনাম। সে ম্যানেজারের দায়িত্বে থাকায় তার কাছে প্রতিষ্ঠানের সিমকার্ড, এসএলআর, রিচার্জের কার্ডসহ নগদ প্রায় ১৬ লাখ(ষোল লাখ) টাকা ছিল। ছুটি শেষে প্রতিষ্ঠানে যোগ দিচ্ছে এনাম। তার যোগদানে গড়িমসি দেখে তার পরিবারকে জানালে, তার বড় ভাই হান্নান জানান, তার ভাই অসুস্থ্য। কিছুদিন পর হান্নান জানান, ম্যানেজার রবির যে টাকা, সিমকার্ড, রিচার্জের কার্ড নিয়েছে, সেগুলো ফেরত দিবেন আশ্বস্থ করেন। কিন্তু গত ৩মাস তারা আমার সরলতার সুযোগে ধরা দিচ্ছেন না। পরে বুঝতে পারলাম তারা পরিবারসহ প্রায় ১৬লাখ টাকা, সিমকার্ড, রির্চাজের কার্ডগুলো আত্মসাৎ এর মাধ্যমে প্রতারণা করেন। বিষয়টি স্থানীয় থানায় জানালে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। এবং তাকে জেলা কারাগারে প্রেরণ করেন পুলিশ।
মো.হান্নান জানান, তার ভাই এনাম রবি নেটওয়ার্ক কোম্পনিতে ম্যানেজার পদে চাকুরি করতেন। প্রতিষ্ঠানের মালিক সজল তার ভাই টাকাসহ সিম, রির্চাজ কার্ড আত্মসাৎ করেছে জানান। তাকে বিষয়টি মিমাংসা করে দিবো আশ্বস্থ করা হয়েছে। পরে তিনি মামলা দিয়ে তার ভাইকে জেল হাজতে পাঠান। ইমরান খান এনাম উপজেলার পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সবুজগ্রাম এলাকার মৃত শাহাজানের পুত্র।
রামগতি থানা ইনচার্জ(ওসি) মো.মোসলেহ উদ্দিন জানান, রবি কোম্পানির টাকা আত্মসাৎ বা প্রতারণার অভিযোগে আটক ব্যক্তিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।