শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Bhorer Bani
বুধবার, ১৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » ঝাড়ু হাতে মিছিল, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সড়কে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » ঝাড়ু হাতে মিছিল, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সড়কে মানববন্ধন
১৮৭ বার পঠিত
বুধবার, ১৪ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝাড়ু হাতে মিছিল, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সড়কে মানববন্ধন

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : দীর্ঘ দিনের একপেশি শাসনে এলাকা বাসী অতিষ্ঠ। নানা অনিয়ম দুর্ণীতি, সরকারের নানা প্রকল্পের টাকা আত্মসাৎ, পরিষদে জন্ম সনদে অতিরিক্ত ফি আদায়, পরিষদে না পাওয়া ভুক্তভোগী সেবা বন্চিদের অভিযোগে ঝাড়ু মিছিল ও সড়কে মানববন্ধনে লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি চেয়ারম্যান মো.ইউছুফ আলী মিয়া’র পদত্যাগের দাবি জানানো হয়। তিনি উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে। বুধবার(১৪আগস্ট) সকালে উপজেলার মুন্সির হাট বাজারে প্রায় ২০০-৩০০ নারী-পুরুষ অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, নারীরা হাতে ঝাড়ু, জুতা, পদত্যাগের প্লেকার্ড নিয়ে দাড়িঁয়ে রয়েছে। চেয়ারম্যানের ছবিতে ত্রিকোনী ক্রস চিহ্ন হাতে ব্যানার, সেখানে লেখা রয়েছে চেয়ারম্যান ইউছুফ আলী দুর্ণীতি ও দু:শাসন রোধে তার অপসারণের পদত্যাগ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কিছু ভুক্তভোগী পুরুষ ও নারী। এসময় ইউপি সদস্য(মেম্বার) তারেকুর রহমান রকি বলেন, চর মার্টিন ইউনিয়ন একটি জনবান্ধন খেটে-খাওয়া, কৃষক-জেলে-রিকশা-শ্রমিকের বসবাস। এখানে মানুষ খুব পরিশ্রম করে জীবন চালায়। বর্তমান চেয়ারম্যান ইউছুফ আলী দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি নৌকা প্রতিকে কারচুপির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন। তার একক আধিপত্য বিস্তারে জনগন পরিষদে থাকা সেবাসমুহ বন্চিত হচ্ছে। তিনি জন্মসনদ, ওয়ারিশ সনদ, জেলে কার্ডের চাল বিতরণ, বয়স্ক, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিতিবন্ধী ভাতায় টাকা ছাড়া নাম দেয় না। তিনি কিছু কুচক্রি তার নিজস্ব লোক ব্যবহার করে টাকার বিনিময়ে এসব ভাতা ভোগীদের নাম দিতেন। তিনি সরকারের গ্রামীন উন্নয়নের বরাদ্দের টাকা সরাসরি আত্মসাৎ করতেন। তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে পরিষদকে পরিবারে রুপান্তর করেন। হতদরিদ্রের টাকাগুলো নিজস্ব মানুষকে ব্যবহার করে আত্মসাৎ করতেন। তার নামে একাধিক প্রকল্প রয়েছে। যেগুলো কাজ হয়নি। টাকা উত্তোলন করেন। নিজের জমির মূল্য বৃদ্ধি করতে তার সুবিধায় একক ব্রীজ নির্মান করেন। তার পরিবারের সদস্যরা প্রকাশ্যে মানুষের উপর নির্যাতন করতেন।

এছাড়াও তিনি গত তিন বছর যাবত মেম্বাদের সম্মানি ভাতা দিচ্ছে না। তিনি জনগনের হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে দুর্ণীতি ও অনিয়মের একাধিক সংবাদ প্রচার হলেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। তার বিরুদ্ধে ভুক্তভোগীরা কোন কথা বলতে পারেনি। কথা বললে হামলা-মামলার শিকার হন। তার হিংস্র রাজনীতির শিকার এলাকার একাধিক নিরীহ লোক রয়েছে। রাজনীতির প্রভাবে প্রশাসন ম্যানেজ ছিল তার হাতিয়ার। সাধারণ জনগন তার অপসারণে পদত্যাগের দাবি জানান। এসময় আরও বক্তব্য দেন, মো.আরাফাত, মো.রাসেল, মো.বাসার, মো.দেলোয়ার।

মানববন্ধন শেষে এলাকাবাসী তোরাবগঞ্জ-মতিরহাট সড়কে ঝাড়ু হাতে মিছিল করেন। মিছিলে অংশ নেওয়া নারী-পুরুষ দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী মিয়ার অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

---

এসব বিষয়ে জানতে চাইল ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ আলী মিয়া ভোরের বানীকে জানান, তার বিরুদ্ধে কিছু স্বার্থ লোভী মানুষ লেগেছে। বিভিন্ন জায়গায় আজে-বাজে কথা বলছে। অভিযোগকারীদের ব্যক্তিগত খায়েশ মিটাতে তার পদত্যাগ দাবি করছে। তিনি পরিষদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করছে। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত রয়েছে। চর মার্টিন ইউনিয়ন আ’লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। দেশের চলমান পরিস্থিতির কারণে এসব হচ্ছে। তিনি কোন দুর্ণীতি বা অনিয়মের সাথে জড়িত নন।



আর্কাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা
জামালপুরে যুবলীগের তারুণ্যর জয়যাত্রা সমাবেশের প্রস্তুতি সভা
সরিষাবাড়ীতে জনতার সাথে মতবিনিময় করেন প্রকৌশলী মাহবুব হেলাল
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা