মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
লক্ষ্মীপুর প্রতিনিধি : সারাদেশে ছাত্র আন্দোলনের কর্মসূচির মধ্যে লক্ষ্মীপুরের চলমান মিছিলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলোচিত মেয়র পুত্র একেএম সালাহ উদ্দিন টিপুকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জেলা প্রেসক্লাবে মিছিলে চার ছাত্র শহীদের স্মরণে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান। এছাড়াও জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া, কলেজ ছাত্রলীগের সেক্রেটারী সেবাব নেওয়াজকে গ্রেফতারের দাবী উৎথাপন করেন।
এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনের লক্ষ্মীপুরের প্রধান সমন্বয়ক এনামুল হক, সমন্বয়ক আবদুর রহিম আসাদ, ইমাম মোহাম্মদ রায়হান, নাসিরুজ্জামান, আফিয়া ইভনান।
সমন্বয়করা কৃতজ্ঞতা জ্ঞাপন করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা আমজনতা ও ছাত্রদের প্রতি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করে। গত কয়েক দিনে কেন্দ্রীয় কর্মসূচিতে জেলা প্রতিটি সচেতন দায়িত্বশীল নাগরিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। বৈষম্য বিরোধী মিছিলে উপজেলা চেয়ারম্যান যুবলীগের সাবেক আহবায়ক একেএম সালাহ উদ্দিন টিপু সরাসরি গুলি বর্ষণ করে আন্দোলনরত ৪ শিক্ষার্থী ভাইকে হত্যা করে। তার সহযোগিতায় ছিলেন,ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূইয়া, কলেজ ছাত্রলীগ নেতা সেবাবসহ একাধিক নেতা-কর্মী সাধারণ আন্দোলনরত ছাত্রদের সরাসরি গুলি করেন। এতে প্রায় ২শতাধিক আহত হন। কিছু ছাত্র গুলিবিদ্ধ হয়ে হাসপাতাল বেডে কাতরাচ্ছেন। নিরীহ স্বজনরা চিকিৎসা করাতে পারছেন না। নিহত ও আহত ছাত্রদের উপর গুলি বর্ষণকারী হুকুমদাতা সালাহ উদ্দিন টিপুসহ অন্যদের খুঁজে বের করে আগামী ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে।
এসময়, জেলার আন্দোলনে অংশ নেওয়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও কৃষক শ্রমিক আমজনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করেন। পরিষেশে, লক্ষ্মীপুর জেলায় ঝুমুর চত্বরে নিহত ছাত্রদের স্মরণে ঝুমুর চত্ত্বরের নাম পরিবর্তন করে নতুন “বৈষম্য বিরোধী ছাত্র চত্ত্বর” ঘোষণা করে তারা।
একেএম সালাহ উদ্দিন টিপু আলোচিত সাবেক পৌরমেয়র আবু তাহের পুত্র। এবং বিএনপি নেতা এড.নুরুল ইসলাম হত্যা মামলা ফাঁসির দন্ড প্রাপ্ত আসামী এবং রাষ্ট্রপতির বিশেষ ফাঁসির সাজা মওকুফ আলোচিত সন্ত্রাসী বিপ্লবের ছোট ভাই।
ছাত্র আন্দোলনে চার বারের ক্ষমতা থেকে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাছিনা। দেশ ছাড়লেও হাজার ছাত্রজনতাকো হুকুম দিয়ে গুলি করে হত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে তার ফাসিঁর দাবী জানানো হয়।