সোমবার, ২৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিবিধ » সম্পত্তি আত্মসাতের চেষ্টা, ভাষা সৈনিকের মেয়েকে অপহরণ মামলায় নাতি গ্রেফতার
সম্পত্তি আত্মসাতের চেষ্টা, ভাষা সৈনিকের মেয়েকে অপহরণ মামলায় নাতি গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি : ভাষা সৈনিক কমরেড তোয়ার মেয়ে সাবেক প্রধান শিক্ষক শাহানা বেগম চিনুকে সম্পত্তি আত্নসাতের অভিযোগে অপহরণ করে আটক করেন আপন ছেলে আরিফুর রহমান সুমন (৪৫)। এরআগে শাহানা বেগম চিনুর স্বামী এ্যাড.আবুল খায়ের ঢাকার মুগদা থানায় স্ত্রীকে অপহরণের ৩জনকে আসামী করে মামলা দায়ের করেন। রবিবার গভীর রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজির হাট ইউনিয়নের নানার বাড়ি থেকে পুলিশ প্রথম আসামী সুমনকে গ্রেফতার করেন।
বাদী এ্যাড.আবুল খায়ের জানান, প্রথম আসামী আরিফুর রহমান সুমন গ্রামের নানা কমরেড তোয়া’র বাড়িতে পলাতক ছিলেন। তার স্ত্রী ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহার মেয়ে শাহানা বেগম চিনু দীর্ঘ দিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার বাসায় বসবাস করছে। সুমন তারই পূর্বের স্বামী এবং তার সন্তান। সুমন দীর্ঘদিন মায়ের সম্পত্তি আত্মসাতের চেষ্টায় ব্যর্থ হন। পরে তার মা চিনুকে সম্পত্তি আত্নসাৎ করতে ঢাকার মানিক নগর এলাকায় দীর্ঘদিন আটক রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। পরে স্ত্রী চিনুকে অপহরণের দায়ে গত ২৪ মে ঢাকার মুগদা থানায় বাদি হয়ে মামলা করলে পুলিশ তাকে একটি হাসপাতাল থেকে উদ্ধার করে। তখন অপহরনের দায়ে পুলিশ সুমনকে গ্রেপ্তার করতে ব্যর্থ হন। সুমন দীর্ঘদিন নানার বাড়িতে আত্নগোপনে ছিলেন।
আরিফুর রহমান সুমন শাহানা বেগম চিনু’র পূর্বের গর্ভজাত সন্তান। শাহানা বেগম চিনু দীর্ঘদিন উপজেলার হাজির হাট তোয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। কমরেড মোহাম্মদ তোয়া বাংলাদেশ সাম্যবাদী দলের এমএলএ ছিলেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, ঢাকার মুগদা থানায় দায়ের করা মামলায় ওয়ারেন্টে থাকায় আরিফুর রহমান সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার দায়ের করা মামলার আসামী হওয়াকে তাকে পাঠানোর চেষ্টা চলছে।