প্রেসক্লাবের নব-কমিটির অভিষেকে গুনিজনদের মিলনমেলা
লক্ষ্মীপুর প্রতিনিধি : রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, শিক্ষক, চিকিৎসক, সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেনী পেশার গুণিজন, বিশিষ্টজনসহ প্রায় ২শতাধিক ব্যক্তিবর্গের অংশ গ্রহনে লক্ষ্মীপুরের কমলনগরে “কমলনগর প্রেসক্লাব”নব-কমিটির অভিষেক অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়েছে।
রোববার(১৪জুলাই) সন্ধ্যায় উপজেলার হাজির হাট হামিদিয়া ফাজিল কামিল ডিগ্রি মাদ্রাসা হল রুমে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কমলনগর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি ইউছুফ আলী মিঠু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর - ৪ (রামগতি -কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোঃ রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের পাটোয়ারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, লক্ষ্মীপুর স্টার কে এস হসপিটালের চেয়ারম্যান, সিআইপি মোঃ আবদুল করিম ও আইয়ুবনগর ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট গুণীজন সিরাজুল ইসলাম বাবুল আইয়ুব, ওয়েল কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন মিস্টার।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুসা কালিমুল্লাহ সন্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ইউনুছ, সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, মাওলানা জায়েদ হোসাইন আল ফারুকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.সফিক উদ্দিন, হাজিরহাট মাদ্রাসা ম্যনিজিং কমিটির সহ-সভাপতি আক্তার হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুুবুল ইসলাম দোলন, নোয়াখালী জেলা বিএডিসি কর্মকর্তা মিরাজ হোসেন শান্ত, দৈনিক জনতার প্রতিনিধি সাইফুল্লাহ হেলাল, সাংগঠনিক সম্পাদক এএহসান রিয়াজ, দৈনিক দেশ রুপান্তর (রামগতি-কমলনগর) সংবাদদাতা আমজাদ হোসেন আমু, নতুন চাঁদের প্রতিনিধি মোশারেফ হোসেন হাওলাদার, আজকের পত্রিকার প্রতিনিধি মো.ইব্রাহীম।
এ সময় প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সরকারের কাজের সমালোচনার পাশাপাশি উন্নয়ন কর্মকান্ডের সংবাদ তুলে ধরতে হবে। রামগতি-কমলনগর মেঘনার ভাঙনে সাংবাদিকরা অগ্রনী ভূমিকা রেখেছে। প্রেসক্লাবের অভিষেক গুনিজনদের মিলনমেলায় পরিণত হয়েছে। সাংবাদিকদের ব্যতিক্রমি আয়োজনে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও তিনি অপসাংবাদিকতা রোধে ভূমিকা রাখতে সবাইকে জ্ঞাত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
ভী-বাণী/আমু