কমলনগরে মেম্বার পদ থেকে দুই প্রার্থীর পদত্যাগ
আশরাফ উদ্দিন রিয়াজ, কমলনগর প্রতিনিধি-
লক্ষ্মীপুরের কমলনগরে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মো.ইসমাইল হোসেন ও মো.নুরুল্লাহ সাধারণ সদস্য (মেম্বার) পদ থেকে পদত্যাগ করেন। সূত্রে জানা যায়, মো. ইসমাইল হোসেন উপজেলার চর লরেন্স ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড এবং মো.নুরুল্লাহ চর কাদিরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সাধারণ সদস্য (মেম্বার) ছিলেন।
মো.নুরুল্লাহ জানান, তিনি উপ-নির্বাচনে চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। যার কারণে মেম্বার পদ থেকে পদত্যাগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রন্জন দাস জানান, উপজেলার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। যার কারণে নির্বাচিত দু’জন মেম্বার চেয়ারম্যান প্রার্থী হতে স্ব-পদ থেকে পদত্যাগ করেন। তাদের মেম্বার পদ শূণ্য ঘোষনা করে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানে প্রার্থী হতে চর কাদিরা ইউপি থেকে খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেন। এবং তিনি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হন। চর লরেন্স ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার নুরুল আমিন ইন্তেকাল করেন। নির্বাচন কমিশন দুটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ শূণ্যে ঘোষণা করেন। এবং উপ-নির্বাচনের ঘোষণা দেন। নির্বাচন কমিশনের তফসিল মতে আগামী ২৭জুলাই ইভিএমএর মাধ্যমে দুটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভী-ডেস্ক/আমু