উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ২১প্রার্থীর মনোনয়ন জমা
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে উপ-নির্বাচনে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়েছে। বৃহস্পতিবার(০৪ জুলাই) উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।
নির্বাচন অফিস সূত্রে জানান, উপজেলার চর লরেন্স ইউনিয়নে ১৩জন প্রার্থীরা হলেন, মো.সোলায়মান, মো.বাবুল মিঞা, মো.হারুন, মো. আব্দুজ্জাহের, মো.আবুল কাশেম হাওলাদার, আব্দুর রহমান রাছেল, কফিল উদ্দিন মাহমুদ, মাহবুবুল আলম রাজু, মোনজরুল ইসলাম, মো.আহসান উল্লাহ, ফরিদা ইয়াসমিন, মোশারেফ হোসেন খোকন, মো.আনোয়ার হোসেন। চর কাদিরায় ৮প্রার্থিরা হলেন, মো.নুরুল্লাহ্, খবিরুল হক, মো.ইব্রাহীম বাবুল, মো. বাহার, আশ্রাফ উদ্দিন রাজন, মো.ফাইজুল্লাহ, আব্দুর রহিম, জয়দেব মজুমদার।
রির্টানিং কর্মকর্তা মো.জায়েদুল হোসেন চৌধুরী তথ্য নিশ্চিত করে জানান, উপ-নির্বাচনে দুই ইউপিতে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় ছিল ৪জুলাই বিকেল ৫.টা পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই-বাচাই ৫জুলাই, আপিল ৬-৮জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থীতা প্রত্যাহার ১০জুলাই, প্রতিক বরাদ্দ ১১জুলাই, ভোট গ্রহন হবে ২৭জুলাই। ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের অনেক পরে দু’জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। তারা হলেন, সাবেক ইউপি সদস্য মো.ইসমাইল হোসেন ও ব্যবসায়ী মো.নুরুল করিম।
৬ষ্ঠ উপজেল পরিষদ নির্বাচনে চেয়ারম্যানে প্রার্থী হতে চর কাদিরা ইউপি থেকে খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেন। এবং তিনি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হন। চর লরেন্স ইউনিয়নের চেয়ারম্যার মাষ্টার নুরুল আমিন ইন্তেকাল করেন। নির্বাচন কমিশন দুটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ শূণ্যে ঘোষণা দেওয়া হয়। এবং উপ-নির্বাচনের ঘোষণা দেন।