বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » বিবিধ » চেয়ারম্যান প্রার্থী বড় ভাই অন্যায় করলে হাতে কব্জি কাটার হুশিয়ারী বক্তব্য দেন ছোট ভাই
চেয়ারম্যান প্রার্থী বড় ভাই অন্যায় করলে হাতে কব্জি কাটার হুশিয়ারী বক্তব্য দেন ছোট ভাই
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বড় ভাই মো.ইব্রাহীম বাবুল মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে শালিস-দরবারে অর্থ বানিজ্য বা কোন অন্যায় করিলে হাতের কব্জি কাটার ভয় দেখান ছোট ভাই মো.বাহার মোল্লা।
জানা যায়, নির্বাচনী প্রস্তুতির আলাপ-আলোচনায় ছোট ভাই মো.বাহার মোল্লা মানুষ এবং ভোটারের উদ্দেশ্যে বলেন, তার বড় ভাই যদি নির্বাচনে জয়ী হন। জনগণ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। তিনি কথা দিলেন তার ভাই এলাকায় শালিশ দরবারে কোন ধরণের অন্যায় বিচার করলে তার হাতের কব্জি কেটে দেওয়া হবে। তিনি তার বড় ভাইকে হুশিয়ারি বার্তা দিয়ে এসব কথা বলেন। এসময় শত শত নেতা-কর্মী ও ভোটার উপস্থিত ছিলেন।
প্রার্থী মো.ইব্রাহীম মোল্লা জানান, তার ছোট ভাই ভোটারদের উদ্দেশ্য যে কথা বলেছেন তা সঠিক বলেছেন। তিনি নির্বাচনে জয়ী হলে জনগনের জন্য কাজ করবেন। শালিশ-দরবারে কোন ধরণের অনিয়ম-অন্যায় হবে না। তিনি ভোটারদের কাছে ভোট এবং দোয়া চান। মো.বাহার মোল্লা জানান, জনগণের উদ্দেশ্য কথা বলেছি। যদি তার বড় ভাই চেয়ারম্যান পদে জয়ী হন। তাহলে কোন অন্যায় করতে দিবে না। অন্যায় করিলে তার হাতের কব্জি কাটার হুশিয়ারি বক্তব্য দেন তিনি।
উপজেলা রির্টানিং কর্মকর্তা মো.জায়েদুল হোসেন চৌধুরী জানান, নির্বাচনী প্রতিক বরাদ্দের পূর্বে প্রার্থীরা কোন ধরনের পথসভা-মিছিল-মিটিং করতে পারবেন না। কেউ করিলে নির্বাচনী আইন লঙন হবে।
জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এবং তিনি নির্বাচনে জয়ী হন। তিনি পদত্যাগের পর নির্বাচনী কমিশন শূণ্য পদ ঘোষণা করেন। গত২৭জুন স্থানীয় সরকার নির্বাচনী তফসিল ঘোষণা করেন। আগামী ২৭জুলাই ভোট অনুষ্ঠিত হবে। এছাড়াও উপজেলার চর লরেন্স ইউপিতেও শূন্য পদে ভোট অনুষ্ঠিত হবে।
আমু/ভী-বাণী