অসহায় মানুষের সেবায় কাজ করছে “যুব কাফেলা ফাউন্ডেশন”
লক্ষ্মীপুর প্রতিনিধি : “শিক্ষা, সেবা ও উন্নয়ন ” স্লোগান নিয়ে দুস্থ, সমাজের অবহেলিত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন যুব কাফেলা ফাউন্ডেশন।
সংগঠনটি লক্ষ্মীপুরের কমলনগরে বেশ কিছু কাজে সাড়া ফেলেছে। তারা সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে হুইল চেয়ার বিতরণ, স্বাবলম্বী প্রজেক্ট এর আওতায় ছাগল বিতরণ, অসহায় রোগিদের চিকিৎসা সেবা, অসহায় পরিবারে খাদ্য সহায়তা ও পরিবেশ নিয়ন্ত্রণে বৃক্ষরোপন করেন।
এছাড়াও শিশু কল্যাণ, যুব কল্যাণ, পূর্ণবাসন, দুস্থদের কল্যাণে সেবা প্রদান, শারীরিক ও মানসিক ব্যক্তিদের চিকিৎসা, ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুব কাফেলার সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো.আরিফ হোসাইন জানান, গতবছরে ১৭বিশিষ্ট্য সদস্য ও ১০জন উপদেষ্টা নিয়ে যুব কাফেলা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতা মানুষের কল্যাণে কিছু বিত্তশালী ও যুবকদের নিয়ে সংগঠনটি গঠন করা হয়। সংগঠনের পক্ষে কিছু আত্মসামাজিক কাজ করা হয়েছে। মানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়াতে যুব কাফেলা ফাউন্ডেশন অঙ্গিকারবদ্ধ। সংগঠনের চলমান কাজ উপজেলা ছাড়াও অন্যান্য এলাকা বা উপজেলায় বিদ্যমান থাকবে।
আমু/ভী-বানী