কমলনগরে ইটের সলিং কাজে অনিয়ম
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে কাঁচা সড়কে ইটের সলিং এর কাজে অনিয়মের অভিযোগ উঠে ঠিকাদারি প্রতিষ্ঠান তাসকিন অথবা মাশআল্লাহ এন্টারপ্রাইজের বিরুদ্ধে। উপজেলার হাজির হাট ইউনিয়নের ৯নম্বর ওর্য়াডের পরিতোষ সড়কে ৪৭২ফুট সলিং কাজ চলছে।
স্থানীয় এলাকাবাসিরা জানান, পরিতোষ সড়কে ইটের সলিং এর কাজ চলছে। ঠিকাদার প্রতিষ্ঠান তড়িগড়ি করে ২-৩নম্বর ইট দিয়ে কাজ করাচ্ছেন। ঠিকমত বালু স্থাপন না করে আদলা, আধাঁপোড়া, ২-৩নম্বর ভাঙাচুরা ইট দিয়ে সড়কের কাজ করছে। কাজের মধ্য চলাচলে ইটগুলো ভেঙে যাচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিক বার অভিযোগ দিলেও কোন কর্নপাত না করে কাজ চালিয়ে যান তারা। পরে স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ করেন। কিন্তু কোন সূরা না করে পূর্ণরায় কাজ শুরু করেন। এতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো.মোরশেদ জানান, কাজে অনিয়ম হচ্ছে না। তিনি যাদের কাজ থেকে ইট কিনেছেন, তারা ভালো ইট দেননি। ইটের সমস্যা হরে পরিবর্তন করা হবে। তবে স্থানীয়দের ম্যানেজ করে কাজ করবেন বলে জানান। তার অনেকগুলো ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে।এটি কোন প্রতিষ্ঠান পেয়েছে তিনি অবগত নন। উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানান, সলিং কাজে কোন অনিয়ম করার সুযোগ নেই। অনিয়ম হলে কাজ বন্ধ থাকবে। এছাড়াও এগুলো প্যাকেজের কাজ, এখানে টিবওয়েল, গাইডওয়াল, ওয়াশব্লোক ও ইটের সলিং রয়েছে।
ভী-বানী/ডেস্ক