অপহরণের তিনদিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা, লক্ষ্মীপুরের কমলনগরে অপহরণের তিনদিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার করেন থানা পুলিশ। গত শনিবার (১১মে) অপহরণের পর স্থানীয় থানায় স্কুল ছাত্রীর বাবা মামলা দায়ের করেন। পুলিশ স্কুল ছাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করেন। মঙলবার (১৪মে) উপজেলার চর লরেন্স এলাকা থেকে তাকে উদ্ধার করেন উপ-পরিদর্শক মো.ইসমাইল এবং সহযোগী পুলিশ মো.নুর উদ্দীন। অপহরণকারী পরিবারের ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারা সবাই পাশ্ববর্তী রামগতির চর বাদামের চরসীতা গ্রাম ও বর্তমানে চর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। অপহরণকারী মো.ইয়াছিন আরাফাত চর বাদাম ইউপি’র নুরুল ইসলাম মাঝির ছেলে। স্কুল ছাত্রী উপজেলার চর জাঙ্গালিয়া (বিন্দাবান) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
ছাত্রীর বাবা মো.সহিদুল ইসলাম জানান, গত শনিবার (১১মে) সকালে স্কুলের যাওয়ার পর থেকে তার মেয়ের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারে পক্ষে স্থানীয় থানায় অভিযোগ দায়ের ও মামলা করা হয়। আজ মঙলবার (১৪মে) দুপুরে মেয়েকে উদ্ধার করে পুলিশ।
উপ-পরিদর্শক মো. ইসমাইল জানান, স্কুল ছাত্রী অপহরনের পর থানায় মামলা দায়ের করা হয়। থানা ইনচার্জের আদেশ মোতাবেক অভিযান পরিচালনা করে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ইনচার্জ (ওসি) মো.তহিদুল ইসলাম জানান, স্কুল ছাত্রী অপহরণের পর থেকে পুলিশ অভিযান পরিচালনা করে স্কুল ছাত্রীকে উদ্ধার করেন।
ভী-বাণী/ডেস্ক