সারা দেশে সর্বকনিষ্ঠ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন রাজু
আশরাফ উদ্দিন রিয়াজ, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
সারাদেশে নির্বাচিত ১৪২ উপজেলার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালেহ উদ্দিন রাজু সর্বকনিষ্ঠ। তার বয়স মাত্র ২৫বছর ৪মাস।
গত ০৮মে উপজেলা পরিষদ নির্বাচনে সালেহ উদ্দিন রাজু ২৮ হাজার ভোটে পেয়ে নির্বাচিত হন। তার প্রতিপক্ষ প্রার্থী আলা উদ্দিন সবুজ সাড়ে ৪হাজার ভোটে পিছিয়ে ছিলেন। কম বয়সে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে তিনি খুবই আনন্দিত। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সালেহ উদ্দিন রাজু বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে পুরো উপজেলায় হেঁটে হেঁটে ভোটের প্রচার করেছি। সাধারণ মানুষের ব্যাপক সাড়া এবং ভালোবাসা পেয়েছি। আমি খুবই আনন্দিত ও খুশি। উপজেলার আম জনতা প্রায় ২৮ হাজার ভোট দিয়েছে। আমি নিটকতম প্রার্থী থেকে সাড়ে ৪হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছি। আমি সাধারণ মানুষ ও এলাকা উন্নয়নে কাজ করতে চাই। সুখে-দু:খে মানুষের পাশে থাকতে চাই। মানুষ ভোট দিয়ে আমাকে ঋনী করেছে।
একই সাথে স্থানীয় রাজনীতিবিধ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। আমি বয়সে সর্বকনিষ্ঠ। আমার নির্বাচনী প্রচার-প্রচারে ভুল-ক্রুটি থাকতে পারে। আমাকে ক্ষমা করবেন। এবং যতটুকু পারি পরামর্শ প্রদানে কাজ করবো ইনশাআল্লাহ্।
প্রসঙ্গত, গত ০৮মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাও খালেদ সাইফুল্লাহ (মোটর সাইকেল) প্রতিকে প্রায় ১৩শত ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস) প্রতিকে প্রায় ৩হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হন সাজেদা আক্তার সুমি।
জানা যায়, দেশের নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীর নূন্যতম বয়স ২৫বছর হলফনামায় যুক্ত করতে হয়।প্রার্থীর নূন্যতম বয়স ২৫ না হলে হলফনামা ও নির্বাচনী কাগজপত্র অবৈধ ঘোষণা হবে।