কমলনগরে নববর্ষের ব্যতিক্রম আয়োজনে ইউএনও সুচিত্র
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে বাংলা নববর্ষ “১লা বৈশাখ” উৎযাপনে ব্যতিক্রম আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রন্জন দাস। তিনি সকালে পান্তা ভাত, কাচাঁমরিচ, শুটকি, আলু, মাছের ভর্তা, বেগুন, পটল ভাজি, মাছ ভাজি’র অন্যরকম খাবারের আয়োজন করেন।
এরই মধ্য র্যালী ও সাংস্কৃতি অনুষ্ঠান উৎযাপন করা হয়। র্যালীতে চমক ছিল ভিন্ন ও নজর কাড়া গামছা, গেন্জি ও লুঙ্গি পরা ৩০যুবকের হৈই চৈই ও ক্যামেরা বন্ধী ছবি তোলার হিড়িক। র্যালী শেষে শিল্পীর পুরানো, নতুন ও আধুনিক গানের সমারোহ চলছি দুপুর পর্যন্ত। সবচেয়ে বড় অংকন ছিল বৈশাখের আকাঁঝোঁকা। পুরো উপজেলার চলাচলের পথে ছিল নানা রকম চিত্রের দর্শন ও বৈশাখের দিক- দিগন্তের প্রতিচ্ছবি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রন্জন দাস জানান, বৈশাখ বাঙালী জাতির অহংকার ও নানা রকম আলপনার চিত্র। মনের মাধুরি দিয়ে পুরো বৈশাখে নববর্ষ সাজানোর চেষ্টা ছিল। আকাঁঝোকা, রং তুলি, আলপনা, র্যালী, সকালের পান্তা, রং বেরঙের গেন্জি, বাঙালীর পোশাকের প্রতিচ্ছবি লুঙ্গি, গামছা, নানা রকম বাঙালীর দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর দর্শন চিত্রের উৎযাপন। মনের খোরাক ও আনন্দ-বিনোদনে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন ছিল।
বৈশাখ উৎযাপনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রন্জন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দীন আহমেদ বাপ্পী, ইউপি চেয়ারম্যান মো.নিজাম উদ্দিনসহ নানাবিধ উপজেলা কর্মকর্তাগণ।
ভী-বানী,