মীর ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতার ঈদের শুভেচ্ছা
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আন্ত:সামাজিক ও অসহায়, গরীব মানুষের পাশে থাকার প্রত্যয়ে গড়ে উঠার মানবতার দেয়াল নির্মিত প্রতিষ্ঠান মীর ফাউন্ডেশন। মীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর ফিরোজ রাইহান সকল শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সর্ব শ্রেণির জনগণকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
মীর ফিরোজ রাইহান জানান, ঈদ হচ্ছে পবিত্রতা রক্ষার বড় সম্পদ। মুসলিম উম্মাহ্ রোজা রেখে তারাবি ও নামাজ পড়ে টানা একমাস আল্লাহ দরবারে পবিত্রতা রক্ষায় হাজির হয়েছেন। পবিত্র ঈদুল ফিতর সকল মুসলিম জাতির খুশি ও আনন্দের দিন। এদিনে সব ভেদাভেদ ভুলে জামাত বন্ধী হয়ে ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে পবিত্রতা রক্ষা করতে হয়। সব শ্রেণি-পেশা মানুষের জন্য মীর ফাউন্ডেশন ও তার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা রহিল….ঈদ মোবারক….
মীর ফিরোজ রাইহান, উপজেলার চর ফলকন ইউপি সর্দার বাড়ির মো. ইমান আলীর বড় ছেলে। তিনি পোল্যান্ড প্রবাসী ও ব্যবসায়ী।
মীর ফিরোজ রাইহান
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,
বিশিষ্ট্য ব্যবসায়ী, পোল্যান্ড…