কমলনগরে ‘চেয়ারম্যান’ পদ শূণ্য..!
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। সোমবার (০৮এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রন্জন দাসের নিকট লিখিত পদত্যাগ পত্র জমা দেন।তিনি ৬ষ্ঠ ধাপের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইউপি ‘চেয়ারম্যান ‘পদ থেকে পদত্যাগ করেন।
জানা যায়, গত ১১নভেম্বর২০২১ সালে তিনি উপজেলার চর কাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে প্রচার-প্রচারণা করছেন।
উপজেলা চর কাদিরা ইউপির প্যানেল চেয়ারম্যান মাওলানা নুরুল উল্যাহ খালেদ জানান, গত৪ই এপ্রিল চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে সকল কাজপত্র প্রস্তুত করে তার নিকট পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন এবং তিনি পবিত্র ওমরা হজ্ব পালনে দেশ ত্যাগ করেন। তিনি আরও জানান, তার পদত্যাগের কারণ তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পদত্যাগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রন্জন দাস দেশ-রুপান্তরকে জানান, উপজেলা চর কাদিরা ইউপির চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ ‘চেয়ারম্যান’ পদ থেকে পদত্যাগ পত্র জমা দেন। তার পদত্যাগে চর কাদিরা ইউপি চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। প্রসঙ্গত, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ৮মে প্রথম ধাপে কমলনগরে ভোট অনুষ্ঠিত হবে।