অসহায় গরীবদের মাঝে চেয়ারম্যান নিজামের সরকারি চাল বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে ঈদুল ফিতর উৎযাপনে সরকারি ১০কেজি টোকেনের চাল বিতরণ করছে হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন। গত দু’দিন থেকে টানা অসহায়, গরীব, দু:স্থ ৬হাজার ৫শত পরিবারে মাঝে চালগুলো বিতরণ চলছে।
সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন বিলিকৃত টোকেন সংগ্রহ করে চাল বিতরণ করেন। প্রতি ব্যক্তি ১০কেজি সরকারি চাল সংগ্রহ করছেন।
টোকেনকৃত কিছু ব্যক্তি জানান, সরকারি ১০কেজি চাল পেয়ে তারা বেশ খুশি। কোন রকম হয়রানি ছাড়াই চাল সংগ্রহ করছেন। চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন স্ব-শরীরে দাঁড়িয়ে থেকে টোকেট সংগ্রহ করে চাল বিতরণ করছেন। প্রতিটি ওয়ার্ড বিভক্ত করে চাল বিতরন করেন। পুরো ইউনিয়ন একসাথে চাল বিতরন না করে আলাদা করে শৃংঙ্গলা রেখে লাইনে দাঁড় করিয়ে টিপ সই নিয়ে চাল বিতরন করেন। যাতে সাধারণ চাল সংগ্রহকারীরা হয়রানির শিকার না হয়।
তারা আরও জানান, চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন যতক্ষণ পর্যন্ত চাল বিতরণ হয় ততক্ষণ পর্যন্ত পাহারায় থাকে।
চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন জানান, সরকার অসহায়, গরীব, দু:স্থ পরিবারকে ঈদ উৎযাপনে ১০কেজি টোকেন চাল বরাদ্দ দেয়। তিনি পুরো ইউনিয়নে প্রায় ৬হাজার ৫শত পরিবারকে স্ব-শরীরে টোকেট দিয়ে চাল দিচ্ছেন। যেন কোন দু:স্থ, অসহায় মানুষ চাল নিতে হয়রানির শিকার না হন। সেজন্য নিজে দাঁড়িয়ে থেকে চাল বিতরন করছেন। প্রতিটি ওয়ার্ড আলাদা আলাদা করে চাল বিতরণ করছে।
মো.নিজাম উদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে।
ভী-বানী/ডেস্ক