কমলনগরে নারী দিবস পালিত
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে আন্তর্জাতিক নারী দিবসে “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্য উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজন করেন। এসময়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোরশেদ আলমের সন্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রন্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মো.শাহিন রানা, পিআইও পারিতোষ কুমার বিশ্বাস, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মুসা কালিমুল্লাহ, দৈনিক দেশ-রুপান্তর’র প্রতিনিধি আমজাদ হোসেন আমু, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মো.ফয়েজ, এশিয়ান টিভির প্রতিনিধি ভাস্কর মজুমদারসহ প্রমুখ।
বক্তব্যে নির্বাহী কর্মকর্তা সুচিত্র রন্জন দাস জানান, আজ আন্তজার্তিক নারী দিবস। সকল নারীদের আগামীর দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে হবে। সারা বিশ্বে নারী দিবস পালিত হচ্ছে। নারীরা এখন পিছিয়ে নেই। শিক্ষা অর্জনে দেশের প্রতিটি স্তরে নারীরা অগ্রণী ভূমিকা রাখছে। নারীদের জন্য বিভিন্ন সামাজিক উন্নয়মুলক প্রকল্পের সুযোগ করে দিচ্ছে সরকার। বিভিন্ন প্রশিক্ষণমুলক কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে সরকার। নারীদের পুরুষের পাশা-পাশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। নারীরা উন্নয়মুলক কাজে বিনিয়োগ করতে পারে।
ভী-বানী/ডেস্ক