পোল্যান্ড প্রবাসী মীর রাইহান’র জন্মদিন উৎযাপন
আমজাদ হোসেন আমু, বিশেষ প্রতিনিধি : বিশিষ্ট্য সমাজ সেবক ও ব্যবসায়ি মীর ফিরোজ রাইহান’র ৩৭তম জন্মদিন উৎযাপন করেন বন্ধু মহল এবং যুব তারণ্যের ব্যক্তিবর্গরা। বুধবার (২৮ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার হাজির হাট ফুডল্যান্ড এন্ড চায়নিজ রেস্টুরেন্ট ও চর ফলকন জাজিরা এলাকায় দোয়া এবং কেক কেটে তার জন্মদিন উৎযাপন করা হয়।
উপস্থিত ছিলেন, মো.আলম, মো.ফরহাদ, এমরান হোসেন মুরাদ, শিব্বির আহমেদ, আমজাদ হোসেন আমু, মো.ফয়েজ, শাহাব উদ্দিন রিংকন, সালেহ রাজু, শামীম মাতাব্বর, মো. নাহিদ, মো. ইমনসহ প্রমুখ।
মীর রাইহান তার জন্মদিনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সৃষ্টির সেরা জীব মানুষ। তার সকল সৃষ্টির প্রতি শুকরিয়া আদায় করছি। যিনি সৃষ্টি করে পৃথিবীর আলো দেখিয়েছে। জন্মদিনে সকল বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও প্রিয় জনদের সুস্থ্যতা কামনা করছি। সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি। সবাইকে আমার ‘জন্মদিন’ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
মীর ফিরোজ রাইহান, পোল্যান্ডের বিশিষ্ট্য ব্যবসায়ি ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন পোল্যান্ডে বসবাস করছেন। তার ‘MIR KEBAB’ নামে পোল্যান্ডে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। তিনি দীর্ঘদিন তার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ও দেশে-বিদেশে অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তিনি ‘মীর ফাউন্ডেশন’ নামে সামাজিক সংগঠনের সভাপতির দায়িত্বে রয়েছেন।
মীর ফিরোজ রাইহান লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকন ইউপিতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ব্যক্তিগত জীবনে বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও ছেলে-মেয়ের সুখী পরিবারে আবদ্ধ রয়েছে তিনি।