রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » সারাদেশ » কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
লক্ষ্মীপুর সংবাদদাতা. লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় ডিউটি রুমেই দায়িত্ব অবহেলা করে স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মেতে উঠার অভিযোগ উঠে স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাতেমাতুজ যাহরা’র বিরুদ্ধে।
ভিডিওতে দেখা যায়, ডিউটি রুমে এক শিশুর পায়ে অস্ত্রোপচার চলছে। অস্ত্রোপচার করা যুবকটির সর্ম্পকে জানতে চাইলে ডা. ফাতেমাতুজ যাহরা জানান, তার নাম তারেক। তারেক হাসপাতালে কোন স্টাফ বা ডাক্তার নন। তারেককে তিনি শিশুটির পায়ের অস্ত্রোপচারের অনুমতি দিয়েছেন। এছাড়াও তার পাশে থাকা ব্যক্তির সর্ম্পকে জানতে চাইলে তিনি জানান, তারা তার স্বামী-সন্তান। বহিরাগত দিয়ে অস্ত্রোপচার, সেলাই, ডেসিং, ইনজেকশন পুশ করা এটা সম্পূর্ণ বেআইনি এবং অপরাধ যোগ্য কাজ। যেখানে বিশেষজ্ঞ সার্জারি ডাক্তারগণ অস্ত্রোপচারে ঝুঁকি নিচ্ছে না। সেখানে বহিরাগত লোক দিয়ে মানুষের শরীর কাটা-ছেঁড়া, সেলাই, অস্ত্রোপচার কিভাবে সম্ভব..?
সূত্রে জানা যায়, ডা. ফাতেমাতুজ যাহরা প্রায় সময় ডিউটিরত অবস্থায় বসে থেকে বহিরাগতদের দিয়ে রোগিদের কাটা-ছেঁড়া, সেলাই, ইনজেকশন পুশসহ নানাবিদ কাজ করান এবং তিনি তার পাশের চেয়ারে বসিয়ে স্বামী-সন্তান নিয়ে প্রায় সময় হাসি-ঠাট্টায় মেতে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, উপজেলা হাসপাতালে পায়ে কাটা রোগি নিয়ে গেলে ডা. ফাতেমাতুজ যাহরা রোগির চিকিৎসা-সেবা না দিয়ে বহিরাগত লোকের মাধ্যমে রোগির ডেসিং, সেলাই, ইনজেকশন পুশ করান। ডাক্তারদের অবহেলা এবং খাম-খেয়ালিপনায় রোগিরা সেবা বঞ্চিত ও ঝুঁকির আশংকায় থাকেন। প্রতিনিয়ত এভাবে চলছে হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার ও চেকমো ছাড়া কাটা-ছেড়া অস্ত্রোপচার, ইনজকেশন পুশ, ডেসিং অন্য কেউ করতে পারবে না। এছাড়াও পরিবার-পরিজন পাশে নিয়ে ডিউটি করা যাবে না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসংঙ্গত, গত বৃহস্প্রতিবার ২২ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি রুমে ডা. ফাতেমাতুজ যাহরা ডিউটিরত থাকা অবস্থায় বহিরাগত লোক (তারেক) দিয়ে এক শিশুর পায়ে অস্ত্রোপচার করতে দেখা যায়। তারেক ডাক্তারদের অনুমতিক্রমে দীর্ঘদিন যাবৎ হাসপাতালের রোগিদের কাটা-ছেড়া, ইনজেকশন পুশসহ অস্ত্রোপচারের কাজ করেন বলে স্বীকার করেন।
ভী-বানী/ডেস্ক