কমলনগরে নতুন ভোট কেন্দ্র স্থাপনে এলাকাবাসির দাবি
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের চর কালকিনি ইউনিয়নে নতুন ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে সড়কে বিক্ষোভ করেন ৫নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী সাধারণ ভোটারগণ।শনিবার (৩০ডিসেম্বর) সকালে উপজেলা চর কালকিনির বাত্তিরখাল এলাকায় মাওলানা আবু ছোবহান সমাজের ভোটাররা নতুন ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানান।
এসময় তারা জানান, ইউপি’র ৫নম্বর ওয়ার্ডে প্রায় ২ হাজার ৫শত ভোটার রয়েছেন। বর্তমান ভোট কেন্দ্রটি ওয়ার্ডের একেবারে-ই দক্ষিণে অবস্থিত। এদিকে ভোটকেন্দ্রের পশ্চিমাংশে বিশাল এলাকা ভেঙে যাওয়ায় ভোট কেন্দ্র সংলগ্নে ভোটাদের সংখ্যা একেবারে-ই কম রয়েছে। ভোট কেন্দ্র থেকে মতিরহাটের প্রধান কাঁচা সড়কটি ইতিপূর্বে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। নেই বাত্তির খালের সংযোগে কোন ধরণের সাঁকো, ব্রিজ কিংবা কালভার্ট। বর্তমানে কেন্দ্রের উত্তর অঞ্চলের ভাটাররা কেন্দ্রে আসতে মারাত্মক দূর্ভোগের শিকার হচ্ছে। যেকোন ভোটে কেন্দ্র আসতে ভোটাররা আগ্রহ হারাচ্ছে। ফলে বাত্তির খালের উত্তর পাশ্বে মাওলানা আবু ছোবহান এর বাড়ির দরজায় স্থাপিত মাদ্রাসায় নতুন ভোট কেন্দ্র স্থাপনে এলাকাবাসি জোর দাবি জানান। এতে মানুষ আগ্রসহকারে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানে উৎসাহবোধ করবেন।
উপজেলার চর কালকিনি ইউপি চেয়ারম্যান মো.ছাইফ উল্লাহ জানান, চর কালকিনি ইউপি’র ৫নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থিত। বর্তমান ভোট কেন্দ্রের আশে-পাশে এক থেকে দেড়শত ভোটার রয়েছে। ভোট কেন্দ্রের দক্ষিণ-পশ্চিম অংশ নদী গর্ভে বিলিন হয়ে গেছে। বর্তমানে ভোট কেন্দ্রটি বাত্তির খাল এলাকায় হলে জনগনের সুবিধা হবে।
ভী-বাণী /ডেস্ক