পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে ৬ সেনা আহত
অনলাইন ডেস্ক
পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলায় মঙ্গলবার আফগান সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ছয় সেনা এবং পাঁচজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশের নারিয়ি সীমান্ত থেকে পাকিস্তানের চিত্রাল জেলার অরুন্দু গ্রামের বেসামরিক নাগরিকদের ওপর মর্টারের গোলা এবং ভারী মেশিনগানের গুলি বর্ষণ করে। আফগান সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে পাকিস্তানের ছয় সেনা ও পাঁচ বেসামরিক নাগরিক আহত হন।
পরে পাল্টা হামলা চালায় পাকিস্তানে সেনারাও। পাকিস্তানি সেনাদের হামলায় আফগান সীমান্ত ফাঁড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। তবে এতে আফগানিস্তানের কেউ হতাহত হয়নি। পরে দু’পক্ষের সামরিক বাহিনীর মধ্যে আলোচনার পর শত্রুতামূলক তৎপরতা বন্ধ করে আফগান সীমান্ত রক্ষীরা।
সূত্র: পার্স টুডে