কমলনগরে হসপিটাল উদ্বোধন
লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের কমলনগরে জ্যাঁক জমকপূর্ণভাবে ১০শয্যা বিশিষ্ট পপুলার ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজ উপজেলার চর কাদিরার ফজুমিয়া হাট বাজারে হসপিটালের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর।
এসময় উপস্থিত ছিলেন, থানা ইনচার্জ (ওসি) তহিদুল ইসলাম, আ’লীগ নেতা সফিকুল্লাহ (বাংলা নেতা) মো.নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সহিদ, বিএনপি নেতা আনোয়ার হোসাইন হিরণ, কৃষক লীগের সাবেক সভাপতি ডা. হারুনুর রশিদ, আ’লীগ নেতা সবুর খানসহ প্রমুখ।
প্রতিষ্ঠানের উদ্যোক্তা ডা. মো.শাহাজান জানান, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি হসপিটারের উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলার ফজুমিয়ার হাট জনবহুল এলাকা। ফজুমিয়ার হাট থেকে নোয়াখালী সদর, জেলা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে সাধারণ মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আপাতত ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। আগামীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি।অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে লাল ফিতা কেটে হসপিটালের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন, মো.সোহেল বাঙালী।