কমলনগরে নিজস্ব ভূমিতে ফাঁড়ি থানার কাজ চলছে
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরের হাজির হাট তদন্ত কেন্দ্র (ফাঁড়ি থানা)’র নিজস্ব ভূমিতে ভবনের কাজ চলছে। উপজেলার চর মার্টিনের চৌধুরী বাজার এলাকায় তদন্ত কেন্দ্রের নিজস্ব ৪৮শতাংশ ভূমিতে মাটি এবং বালু ভরাটের কাজ শুরু হয়েছে।
স্থানীয় চর কালকিনি ইউপি চেয়ারম্যান মো.ছাইফ উল্লাহ জানান, পুলিশের পক্ষ থেকে নির্ধারিত প্রতিশ্রুতিতে ফাঁড়ি থানার কাজ শুরু করা হয়। এখানে মাটি এবং বালু ভরাটে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী নির্দেশে কাজের উদ্বোধন করা হয়। আগামী তিন মাসের মধ্যে হাজির হাট তদন্ত কেন্দ্র(ফাঁড়ি থানা)’র কাজের সমাপ্তি করতে পুলিশ প্রশাসনের পক্ষে নির্দেশ রয়েছে।
প্রসঙ্গত, গত ২০০৭-০৮ সালে উপজেলার উত্তর-পশ্চিমে আইন শৃঙ্খলার উন্নয়ন দৃশ্যমান করতে চৌধুরী বাজারে ইউপি ভবনের দুটি রুমে ফাঁড়ি থানার কার্যক্রম শুরু হয়। ইউপি ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে দীর্ঘদিনের পরিকল্পনায় জনগণের দেয়া ৪৮ শতাংশ ভূমিতে কাজ চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার উত্তর-পশ্চিমে মেঘনার নদী বহমান। দীর্ঘ সময়ে চর কালকিনি, চর মার্টিন, চর লরেন্স এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ছিল। পরে প্রশাসনের পক্ষে চৌধুরী বাজারে ফাঁড়ি থানার কার্যক্রম শুরু হয়। এতে খুব দ্রুত সময়ে এসব এলাকায় আইন শৃঙ্খলার উন্নতি শুরু হয়। দীর্ঘ সময়ের দাবিতে যতেষ্ট ভূমিকা রাখে ফাঁড়ি থানা ইনচার্জগণ।
ফাঁড়ি থানা ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, যে ভবনে ফাঁড়ি থানার কার্যক্রম চলছে, সেটি খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যেকোন সময় ঝুঁকিতে থাকতে হয়। বিষয়টি উপরে মহলে জানালে স্থানীয়রা থানার নিজস্ব ভূমিতে ফাঁড়ি থানা ভবন করে দেয়ার আপাতত প্রতিশ্রুতি দেয়। স্থানীয় চর কালকিনি ইউপি চেয়ারম্যান মো.ছাইফ উল্লাহ’র নেতৃত্বে বালু ও মাটি ভরাটের কাজ চলছে। এখন দেখা যাবে তারা কতটুকু করতে পারে। কাজ শেষ হলে নতুন ভবনে কার্যক্রম চলবে…।
ভী-বাণী /ডেস্ক/আমু