শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বিবিধ » রামগতিতে রাতের আধাঁরে কৃষকের কাঁচা ধান কেটে নেয় প্রভাবশালী মহল
রামগতিতে রাতের আধাঁরে কৃষকের কাঁচা ধান কেটে নেয় প্রভাবশালী মহল
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষীপুরের রামগতিতে এক কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় প্রভাবশালী সেলিম গংদের বিরুদ্ধে। শুক্রবার রাতে রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত এলাকায় এঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী কৃষক মো. একরামুল হক ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি চলতি মৌসুমে তার ক্রয়কৃত নিজস্ব প্রায় ৩৬ শতাংশ জমিতে আমন ধানের চাষ করেন। বর্তমানে ওই ধান আধা পাকা অবস্থায়। এমতাবস্থায় শুক্রবার রাতের আধাঁরে স্থানীয় সেলিম, খবির মাস্টার, বারেক, বশির আহম্মদ ও দেলোয়ার তার রোপন করা ধান কেটে নেয় বলে তিনি জানান।
বিষয়টি স্থানীয় মেম্বারসহ গণ্যমান্যদের অবগত করলে তারা আইনী সহযোগিতা নেয়ার পরামর্শ দেন। এবিষয়ে অভিযুক্ত সেলিমের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।
রামগতি উপজেলা কৃষি অফিসার মো. তারেক জানান, এবিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসে নাই। রামগতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, কৃষকের ধান কেটে নেয়ার বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভী-বাণী /ডেস্ক/আমু